• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপা-জগদ্ধাত্রী সাবধান, সবাইকে চমকে দিচ্ছে ‘ফুলকি’, TRP তালিকা দেখেই মাথায় হাত দর্শকদের

Published on:

27th July Bengali Serial Target Rating Point List Anurager Chhowa first Jagaddhatri Second Phulki third see complete TRP List

27th July Bengali Serial Target Raating Point List: আজ বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভাগ্য নির্ধারণের দিন। কেন? কারণ আজকেই প্রকাশিত হয়েছে জি বাংলা (Zee Bangla)ষ্টার জলসার (Star Jalsha) নতুন টার্গেট রেটিং পয়েন্টের তালিকা (Target Rating Point List) বা TRP তালিকা। সারাসপ্তাহ এই পয়েন্টের দিকেই চাতক পাখির মত চেয়ে বসে থাকেন দর্শক থেকে শুরু করে ধারাবাহিকের তারকারাও। যদিও একচ্ছত্রভাবে কয়েকমাস অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) রাজত্ব করে চলেছে, তবে এবার যে কোনো কোনো সময়ে বদল হয়ে যেতেই পারে!

একসময় যেমন আড়াই বছর ধরে টিআরপি লিস্ট দাঁপিয়ে বেরিয়েছিল মিঠাই। কিন্তু তারপর অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী এর মত সিরিয়াল সেরার শিরোপা ছিনিয়ে নেয়। মিঠাই শেষ হওয়ার পর শুরু হয়েছে ফুলকি (Phulki), আর শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। TRP লিস্টের নাম্বারও তাই বলছে। ভাবছেন এসপ্তাহে সেরা হল কে? চলুন জেনে নেওয়া যাক।

13th July Target Rating Point List of Bengali Serials Anurager Chowa first Jagaddhatri comes second see complete TRP List

গতবারের মত এবারেও সবাইকে টেক্কা দিয়ে ৮.৯ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপার হয়ে গিয়েছে। এরপর অল্প কিছু পয়েন্টের জন্য দ্বিতীয় হয়েছে জগদ্ধাত্রী। তারপর সবাইকে চমকে সোজা তৃতীয় স্থানে ফুলকি। হ্যাঁ মিঠাইয়ের মতোই শুরু থেকেই সেরা হওয়ার দৌড়ে শামিল ফুলকি। চতুর্থ আর পঞ্চমে রয়েছে রাঙা বউ ও নিম ফুলের মধু। ভাবছেন বাকিরা কোথায়? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।

আরও পড়ুনঃ ছেলে কলকাতায় এলে আমরাও একসাথে শুই! ‘মা-ছেলের ফুলশয্যা’ বিতর্কে বিস্ফোরক মানালির পর্দার শাশুড়ি

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List Of Top 10 Bengali Serial)

অনুরাগের ছোঁয়া – ৮.৯ (বেঙ্গল টপার)
জগদ্ধাত্রী – ৮..৪ (দ্বিতীয়)
ফুলকি – ৮.২ (তৃতীয়)
রাঙা বউ – ৭.৩
নিম ফুলের মধু – ৭.২

হরগৌরী পাইস হোটেল – ৬.৬
বাংলা মিডিয়াম – ৬.২
এক্কা দোক্কা – ৫.৯
পঞ্চমী – ৫.৬
খেলনা বাড়ি – ৫.৫

আরও পড়ুনঃ সোহিনী অতীত, এই টেলি নায়িকার সঙ্গে প্রেম করছেন ‘গুড্ডি’র রণজয়! পরিচয়টা চমকে দিতে বাধ্য

টিআরপি তালিকার নম্বর দেখলেই বোঝা যাচ্ছে একপ্রকার ওলটপালট হয়ে গিয়েছে। নিম ফুলের মধু সিরিয়ালের সৃজন অভিনেতা পায়ে চোট পাওয়ার জেরে অসুস্থ রয়েছেন। তাই তাকে দেখা যাচ্ছে না তবুও সেরা পাঁচে রয়েছে ধারাবাহিকটি। অন্যদিকে মিতুলের গল্প অনেকটাই পিছিয়ে গিয়েছে। এবারে দশম স্থানে রয়েছে খেলনা বাড়ি।

অন্যদিকে নতুন শুরু হলেও সেভাবে দর্শকদের মন জিততে পারেনি তুঁতে। এবারের তালিকায় ৪.৭ পয়েন্ট পেয়েছে তুঁতে। ধারাবাহিক ছাড়াও রিয়েলিটি শোয়ের TRP এর মধ্যে ড্যান্স বাংলা ড্যান্স ৫.২ পেয়েছে। এরপর ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১.৪।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥