• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলের সাথে ফুলশয্যার খাটে শুয়েও শান্তি নেই! শিমূলের গয়না হাতানোর ফন্দি শাশুড়ির, চটে লাল দর্শকরা

Published on:

Zee Bangla,Bengali serial,Kar Kache Koi Moner Kotha,Shimul,Mother in law,Serial,Television,TV serial,Entertainment,Entertainment news,Next episode,জি বাংলা,বাংলা সিরিয়াল,কার কাছে কই মনের কথা,শিমূল,শাশুড়ি,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বিনোদন,আগামী পর্ব,বিনোদনের খবর,Kar Kache Koi Moner Kotha Shimul,কার কাছে কই মনের কথা শিমূল

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। মানালি দে অভিনীত এই সিরিয়ালের একটি দৃশ্যের জন্য ব্যাপক বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন টুইস্ট আসছে সিরিয়ালে। শিমূলের (Shimul) ফুলশয্যার পণ্ড করার পর এবার তার গয়না হাতানোর ফন্দি আঁটছে শাশুড়ি (Mother In Law)।

‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ফুলশয্যার খাটে শুয়ে রয়েছে শিমূলের শাশুড়ি এবং স্বামী! আর শিমূল গিয়ে শুয়েছে সোফায়। ছেলে এবং বৌমার ফুলশয্যা নষ্ট করার জন্যেই এমনটা করেছিল শিমূলের শাশুড়ি। এই দৃশ্যের ছবি, ভিডিও এখনও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha trolled, Kar Kache Koi Moner Kotha mother son fulsojja

ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির খোঁটা, দেওরের গঞ্জনা এবং স্বামীর জ্ঞান শুনতে হচ্ছে শিমূলকে। শাশুড়ির দাবি, শিমূল নিজের বিয়ের তত্ত্ব খুলতে পারবে না। হবু ছোট ছেলের বউ সেই তত্ত্ব খুলবে। শুধু তাই নয়। শিমূলের বাড়ি থেকে ৩৬ ট্রে তত্ত্ব পাঠানোর পরেও তাকে খোঁটা দিয়ে যাচ্ছে শাশুড়ি। এতকিছুর পরেও তিনি বলছেন, শিমূলকে বাপের বাড়ি থীক কিছু দেওল হয়নি।

তবে গণ্ডগোল বাঁধে অন্য জায়গায়। শিমূলের তত্ত্বে আসা একটা ঘড়ির ওপর নজর পড়ে তার দেওল পলাশের। সেই ঘড়ি তার চাই-ই চাই। কিন্তু শিমূল জানিয়ে দেয়, তার সেই ইচ্ছা পূরণ হবে না। কারণ এটা তার বাবা নিজের হবু জামাইয়ের জন্য কিনে গিয়েছিলেন। তাই এটা পলাশ পাবে না।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and mother in law

শিমূলের মুখে একথা শুনে শাশুড়ি তাকে নানান কটু কথা শোনায়। অপরদিকে শিমূলের স্বামী পরাগ নিজের ভাইকে বোঝানোর চেষ্টা করলে সে পাল্টা বলে তার ভিক্ষার দরকার নেই। এসবের মাঝেই শিমূলের শাশুড়ি বলে ওঠেন, শিমূলের সমস্ত গয়না তার কাছে গচ্ছিত রাখতে হবে।

শাশুড়ি এমন অন্যায্য দাবি শুনে শিমূল পরিষ্কার বলে দেয় এটা তার স্ত্রীধন। এগুলোর ওপর তার অধিকার আছে এবং এই অধিকার সে কিছুতেই ছাড়বে না। বউমার প্রতিবাদ দেখে শিমূলের শাশুড়ি এবার কী করে সেটাই দেখার পালা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥