• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পয়লা তো দূর প্রথম তিনেও নেই! সিংহাসন হারিয়ে কি বলছেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা?

Published on:

Jagadhatri actress Ankita Mallick opens up about less TRP score

Jagaddhatri : বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভিনেতা-অভিনেত্রী তো বটেই দর্শকদের কাছেও যেন রেজাল্ট বেরোনোর দিন। এই দিনেই সকলে জানতে পারেন তাদের সারা সপ্তাহের খাটনির ফল। তবে প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় শুরুর দিকে থাকলেও এবার এক ধাক্কায় আর একটাই নাম্বার কমে গিয়েছে জি বাংলার (Zee Bangla) বেঙ্গল টপার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’র (Jagadhatri)

তাই এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে বেজায় মন খারাপ জগদ্ধাত্রী সিরিয়ালের অনুরাগীদের। সাধারণত প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম একেই থাকে জগদ্ধাত্রী। যদিও এবার এক ধাক্কায় চার নম্বরে এসে নেমেছে জনপ্রিয় এই সিরিয়ালটি। এবার জগদ্ধাত্রীকে টপকে গিয়ে চরম প্রতিদ্বন্দ্বী সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ ৮.৮ নম্বর নিয়ে রয়েছে প্রথম স্থানে। অন্যদিকে সেরা হওয়ার লড়াইয়ে জগদ্ধাত্রীকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন ‘ফুলকি’ আর পর্ণা-সৃজনের ‘নিম ফুলের মধু’।

Swambhu is alive new twist in Jagadhatri serial

আর ৮.০ স্কোর নিয়ে এবার চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী। বহুদিন পর বেঙ্গল টপার এর সিংহাসন তো হাতছাড়া হয়েছে জিবাংলার ফার্স্ট গার্লের। টিআরপি তালিকায় নাম্বার কমার পর সম্প্রতি জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতার প্রতিক্রিয়া জানতে  আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সাথে। জবাবে পর্দার জ্যাস সান্যালের সপাট জবাব ‘যখন আমরা এক নম্বরে ছিলাম তখনও যে খুব উৎফুল্ল হয়েছিলাম তেমনটা নয়।’

আরও পড়ুনঃ জামাইবাবুর দিকে কুনজর দিয়ে জুটেছে গালমন্দ! রইল বাংলা সিরিয়ালের ৫ ‘বেহায়া’ বোনের তালিকা

সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘আর যদি ভাল করে নম্বরগুলি লক্ষ করেন তা হলে দেখবেন যে সিরিয়াল প্রথমে আছে, আর যে দ্বিতীয়তে আছে তাদের মধ্যে নম্বরের ফারাক খুব একটা নয়। এত কম পার্থক্য যা আলোচনা করার মতো নয়। এ ছাড়া মানুষের ভালবাসা পাচ্ছি এটাই বড় ব্যাপার। কত নম্বরে আছি সেটা আমায় একদমই ভাবায় না।’

আরও পড়ুনঃ সিরিয়ালের কালিদাস! বিয়ের মন্ডপেই ফাঁস হবে রূপ-ময়ূরীর কেচ্ছা, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Jagadhatri serial new promo

প্রসঙ্গত জগদ্ধাত্রী সিরিয়ালের হাত ধরে প্রথমবার টেলিভিশনের পর্দায় ডেবিউ করেছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দীর্ঘ এক বছর ধরে সম্প্রচারিত এই সিরিয়ালের হাত ধরেই সাফল্যের পাশাপাশি ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে অঙ্কিতাকে। অন্যদিকে জগদ্ধাত্রী ভক্তদের ভাবাচ্ছে আরও একটি বিষয়।

এমনিতে এখনকার দিনে যে কোন সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। তাই টিআরপি কমলেই দু-তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে যে কোন মেগা সিরিয়াল। তাই এক বছর হওয়ার সাথে সাথে টিআরপি কমায় সিঁদুরে মেঘ দেখছেন জ্যাস ভক্তরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥