• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক মায়ের কাছে আরেক মায়ের প্রার্থনা! মিশকার ছেলের জন্য মন্দিরে দীপা, ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa prays for Mishka’s child

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি (Bengali Serial) এখন দারুণ জমজমাট হচ্ছে। সেনগুপ্ত বাড়িতে এখন রীতিমতো ঝড় বইছে। একদিকে নিজের সন্তানকে স্বীকৃতি দেওয়ার জন্য ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়েছে মিশকা, অন্যদিকে স্বামী-সংসার বাঁচাতে লড়াই করে যাচ্ছে দীপা। এসবের মাঝেই ঘটে গেল এক নতুন বিপদ।

গত পর্বে দেখানো হয়েছে, সূর্য-দীপা লন্ডনে যায়নি তা মিশকা (Mishka) জানতো না। বাড়ি ফিরে দু’জনকে দেখে সে বলে, আজ না গেলেও ভবিষ্যতে যে যাবে না তার কী গ্যারান্টি আছে? একথা বলেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয় সে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মিশকার অবস্থা দেখে চিকিৎসক জানায়, তার এবং গর্ভস্থ সন্তান দু’জনের অবস্থা খুব খারাপ।

Anurager Chhowa Mishka tries to kill herself infront of Surja Deepa

আজকের এপিসোডে দেখতে পাবেন, প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ায় মিশকার সন্তান কন্ডিশন ক্রিটিক্যাল। সদ্যোজাতকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় সূর্য (Surjya) আর লাবণ্য। সূর্য বলে, সে যথাসাধ্য চেষ্টা করেছে। অপরদিকে দীপা (Deepa) ঈশ্বরের কাছে গিয়ে মিশকার সন্তান এবং সোনা-রূপার জন্য প্রার্থনা করে।

আরও পড়ুনঃ সাইড রোল থেকে নায়িকা! ‘খেলনা বাড়ি’র পর নতুন রূপে কামব্যাক করছে ‘গুগলি’

এসবের মাঝেই রত্নাদেবী সেনগুপ্ত বাড়িতে এসে জানিয়ে দেয়, মিশকার ছেলে হয়েছে। সেকথা শুনে প্রচণ্ড রেগে যায় সোনা-রূপা। পচা আন্টি আবার বাড়ি ফিরে আসবে শুনে প্রচণ্ড কষ্ট পায় দু’জনে। অন্যদিকে আবার বিদেশ থেকে ফিরে এসেছে অর্জুন। এতদিন পর দেশে ফিরে বন্ধুদের সঙ্গে দেখা করতে যায় সে।

আরও পড়ুনঃ দীপার রূপ দেখেই ভিরমি খাবে সূর্য! রাতের শহরে স্বস্তিকার ঠুমকা দেখে ফিদা ‘অনুরাগের ছোঁয়া’ ভক্তরা

Anurager Chhowa serial Arjun Chakraborty

সকলের সঙ্গে মিলে একটা রিইউনিয়নের আয়োজন করে অর্জুন। দীপা এবং ঊর্মির কাছেও নিমন্ত্রণ পাঠানো হয়। মিশকার সন্তানকে নিয়ে যখন উৎকণ্ঠায় দিন কাটছে দীপার, সেই সময় তার দু’জন পুরনো বন্ধু সেনগুপ্ত বাড়িতে আসে। দীপা এবং ঊর্মির জন্য নিমন্ত্রণ পত্র দিয়ে যায় তারা।

ওদিকে আবার চিকিৎসক বলে, মিশকা এবং তার সন্তান দু’জনেই এখন বিপদ মুক্ত। চাইলে আজই তাকে ছুটি করে বাড়ি নিয়ে যেতে পারে। বাড়ি নিয়ে যাওয়ার কথা শোনা মাত্রই চমকে ওঠে সূর্য আর লাবণ্য। তাহলে কি ফের মিশকা এবং তার সন্তান সেনগুপ্ত বাড়িতে এসেই উঠবে? কী প্রতিক্রিয়া হবে সোনা-রূপার? উত্তর মিলবে আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥