• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার রূপ দেখেই ভিরমি খাবে সূর্য! রাতের শহরে স্বস্তিকার ঠুমকা দেখে ফিদা ‘অনুরাগের ছোঁয়া’ ভক্তরা

Published on:

Anurager Chhowa,Bengali serial,Deepa,Swastika Ghosh,Gulabi Sharara,Dance,Viral,Social media,Trending,Actress,Bengali serial actress,অনুরাগের ছোঁয়া,দীপা,স্বস্তিকা ঘোষ,গুলাবি শরারা,নাচ,ভাইরাল,অভিনেত্রী,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,বাংলা সিরিয়াল,Swastika Ghosh Dancing,Swastika Ghosh Dancing Video

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করে আট থেকে আশি সকলের মনে স্থান করে নিয়েছেন তিনি। তবে শুধু কর্মজীবন নয়, মাঝেমধ্যে ব্যক্তিগত জীবনের সৌজন্যেও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন পর্দার দীপা। সম্প্রতি যেমন নিজের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের সৌজন্যে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে তিনি।

সিরিয়ালে দীপাকে (Deepa) একদম শান্ত-ধীরস্থির চরিত্রে দেখা যাচ্ছে। তবে বাস্তব জীবনে অভিনেত্রী একেবারে আলাদা। বেজায় প্রাণোচ্ছল স্বভাবের মানুষ তিনি। পাশাপাশি খুব সুন্দর গানও করেন ‘অনুরাগের ছোঁয়া’৷ নায়িকা। সম্প্রতি সেই প্রমাণই দিলেন তিনি৷ রাতের শহরে লাল পাড় সাদা শাড়িতে জমিয়ে ঠুমকা লাগাতে দেখা যায় স্বস্তিকাকে। ‘গুলাবি শরারা’ গানে তাঁর নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Bengali serial Anurager Chhowa Deepa actress Swastika Ghosh Biography Age Height Boyfriend Serials Wiki & More

সূর্যর মনের মানুষের শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর কলকাতার রাস্তা। আর সেখানেই বান্ধবীর সঙ্গে ‘গুলাবি শরারা’ গানে ঠুমকা লাগাচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

আরও পড়ুনঃ সাইড রোল থেকে নায়িকা! ‘খেলনা বাড়ি’র পর নতুন রূপে কামব্যাক করছে ‘গুগলি’

অপরদিকে ‘অনুরাগের ছোঁয়া’ ট্র‍্যাকের নিরিখে বলা হলে, মিশকার প্রেগন্যান্সির সৌজন্যে ফের ভাঙতে বসেছে সূর্য-দীপার সংসার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। সেই সঙ্গেই দীপার জীবনে এন্ট্রি হতে চলেছে নতুন নায়কের। সেই চরিত্রে দেখা যাবে জনপ্রিয় টলি অভিনেতা অর্জুন চক্রবর্তীকে।

আরও পড়ুনঃ বেআইনি কাজ করে বিতর্কে রচনা! অভিযোগ উঠতেই কী সাফাই দিলেন ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা?

দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষের নাচের ভিডিও (Anurager Chhowa ‘Deepa’ Swastika Ghosh Dancing Video)

কয়েকদিন আগে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে স্বস্তিকা বলেছিলেন, দীপা চরিত্রটি তাঁর জীবন অনেকখানি বদলে দিয়েছে। অভিনেত্রী বলেন, ‘আগের জীবনটা আমি ভীষণ মিস করি। শুরু থেকেই আমি জানতাম, সিরিয়াল হোক বা বড়পর্দা জনপ্রিয় হতে গেলে কিছু জিনিসের সম্মুখীন হতে হয়। আগে যখন খুশি রাস্তায় বেরিয়ে পড়তাম, ফুচকা খেতে পারতাম। এখন সেটা পারি না। তবুও চেষ্টা করি সাধারণ জীবনযাপন করার। দীপার ভূমিকায় অভিনয় করে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥