• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনা-রূপোয় মোড়া বেনারসি! দর্শনার বিয়ের শাড়ির দাম শুনে চোখ কপালে নেটিজেনদের

টলিপাড়ায় এখন বিয়ের মরসুম (Tollywood Wedding)। ‘পরমপিয়া’র পর সদ্য চার হাত এক হয়েছে সন্দীপ্তা-সৌম্যর। এই দুই বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার চলে এল সৌরভ-দর্শনার (Saurav Das Darshana Banik Wedding) বিয়ের খবর। আগামী ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের ‘মন্টু পাইলট’। স্বাভাবিকভাবেই এখন সাজো সাজো রব দুই তারকার বাড়িতে।

বছরখানেক ধরে সৌরভ-দর্শনার (Saurav Darshana Wedding) প্রেমের খবর শোনা যাচ্ছে। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা। এখন সোশ্যাল মিডিয়াতেও খুব একটা অ্যাক্টিভ থাকেন না সৌরভ। বোনের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে কুকথা শোনার পর সমাজমাধ্যম থেকে খানিকটা দূরত্ব তৈরি করে নিয়েছেন তিনি।

   

Saurav Das and Darshana Banik might get married

তবে সৌরভ সোশ্যাল মিডিয়া থেকে মুখ ফেরালেও তাঁর বিয়ের খবর কিন্তু চাপা থাকেনি। আইবুড়োভাত খাওয়া প্রায় কমপ্লিট এই তারকাজুটির। বিয়ের নিমন্ত্রণ পত্রও পাঠানো হয়ে গিয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে, বিয়ের দিন এক বহুমূল্য বেনারসিতে সেজে উঠবেন দর্শনা। স্পেশ্যাল অর্ডার দিয়ে বানানো হচ্ছে সেই শাড়ি।

আরও পড়ুনঃ পিয়াকে বিয়ে করে জুটেছে ‘বউ চোর’ তকমা! বিয়ের পর বিতর্ক নিয়ে মুখ খুললেন পরমব্রত চট্টোপাধ্যায়

বিয়ের লুক সম্বন্ধে দর্শনা বলেন, আগেকার দিনে যেমন সোনা-রূপা দিয়ে বেনারসি বানানো হতো, বিয়ের দিন ঠিক তেমনই একটি শাড়ি পরবেন তিনি। রূপোর মধ্যে সোনার জল করা থাকবে সেই শাড়িতে। সব মিলিয়ে, টলি সুন্দরীর বিয়ের শাড়িটিকে অ্যান্টিক পিস বললে খুব একটা ভুল হয় না।

Saurav Das Darshana Banik wedding Benarasi saree price

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দর্শনার এই শাড়ির মূল্য ১ লাখ টাকারও বেশি। তবে ২০ বছর পর শাড়িটি ফের পালিশ করাতে হবে। নাহলে সোনালি রঙটা কালচে হয়ে যেতে পারে। বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো এই শাড়ির যত্নটাও যে বিশেষভাবে নিতে হবে তা বেশ বোঝা যাচ্ছে।

আরও পড়ুনঃ দক্ষ অভিনেত্রী হলেও টলিউডে দেখা মেলে না আর! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের নায়িকা অরুনিমা ঘোষ?

Saurav Das Darshana Banik wedding Benarasi saree price

তবে শুধু দর্শনার বিয়ের শাড়ি নয়, বিয়ের মেন্যুতেও থাকবে একাধিক চমক। এলাহি খানাপিনার ব্যবস্থা করেছেন টলিপাড়ার এই সেলেব কাপল। মাছ, মাংস, মিষ্টির পাশাপাশি হরেক রকমের আমিষ-নিরামিষ বাঙালি খাবার থাকবে সৌরভ-দর্শনার বিয়েতে। বিয়ের পর শহর কলকাতার একটি নামী হোটেলে এলাহি রিসেপশনের আয়োজন করবেন তাঁরা। বর-কনে দু’জনেই যেহেতু টলিপাড়ার জনপ্রিয় তারকা, তাই তাঁদের বিয়েটা যে হাইভোল্টেজ হতে চলেছে তা আর বলে দিতে হয় না।