কিছুদিন আগেই জি বাংলার (Zee Bangla)পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। শুরু থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দবিন্দু হয়ে উঠেছে এই সিরিয়াল। ধারাবাহিকে নায়িকা শিমুলের (Shimul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey)। দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত মানালি তাঁর ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট মেগা সিরিয়াল।
পাশাপাশি মানালি ব্যালেন্স করে অভিনয় করছেন ওয়েব সিরিজেও। বড় পর্দাতেও নায়িকার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। শ্বাশুড়ি বৌমার ঝগড়া অশান্তি বাংলা সিরিয়ালে আ আর নতুন কি! কিন্তু এই একই বিষয়কে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে মানালি অভিনীত কার কাছে কই মনের কথা সিরিয়ালে। আসলে বিষয়টা পুরনো হলেও পরিস্থিতি অনেক আলাদা এই সিরিয়ালের নায়িকা শিমুলের।
সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ধারাবাহীকে দেখা যাচ্ছে শহর থেকে মফস্বলে এসেছে শিমুল। কিন্তু সেখানে সে বার বার অপমানিত হচ্ছে স্বামী,শ্বাশুড়ি এবং দেওরের কাছে। মুখ থুবড়ে পড়ছে শিমুলের নাচ-গান করার মতো মনের সুপ্ত ইচ্চাগুলোও। শিমুলের শ্বাশুড়ি ইতিমধ্যেই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। তাকে নিয়ে লাগাতার ট্রোলিং চলে সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু পর্দার শিমুলের ভয়ঙ্কর শ্বাশুড়ি কি বাস্তবেও হয়? এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদ প্রতিদিন মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেখানে এপ্রসঙ্গে মানালির সপাট জবাব ‘একদম হয়। অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আমি দেখেছি। সোশ্যাল মিডিয়ায় কমেন্টে এসেও অনেকে লিখছেন। গয়না কেন বাপের বাড়ির তত্ত্বাবধানে, কেন শ্বশুরবাড়িতে নেই- সেই নিয়ে বেশ কিছু মেয়েকে অসুখী জীবন কাটাতে হয়।’তাই বোঝাই যাচ্ছে মানালির আগের সিরিয়াল গুলির মতোই এই সিরিয়ালটিও ইতিমধ্যেই হিট।
তাই ইতিমধ্যে টি আর পি তালিকায় সেরা দশেও উঠে এসেছে এই সিরিয়াল। তাই এদিন অভিনেত্রীর কাছে প্রশ্ন ছিল কোন ম্যাজিকে মানালি টেলিভিশনে পর পর হিট দেন?জবাবে পর্দার শিমুল বলেছেন ‘এই রে, ম্যাজিক জানি না। সব প্রোজেক্টের জন্যই রাইটারদের ধন্যবাদ জানাব। যে তাঁরা এবং চ্যানেল আমাকে নির্বাচন করে। লেখকদের একশো শতাংশ কৃতিত্ব থাকে, আর আমাদের কিছুটা থাকে। সেইখান থেকে আমি লাকি যে, প্রতিবার খুব ভাল ভাল স্ক্রিপ্ট পাই। আর ভাল কনটেন্টে কাজ করার সুযোগ পেয়েছি। বাকিটা দর্শকদের ভালবাসা। হয়তো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সেটা দর্শকদের ভাল লাগে।’