জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকের (Bengali Serial) পরাগ-পলাশ প্রায় প্রত্যেক সিরিয়ালপ্রেমী মানুষের চক্ষুশূল। স্বামী হোক বা ছেলে, কোনও ভূমিকাই ভালোভাবে পালন করতে পারে না তারা। এতদিন শিমুলের জীবন অতিষ্ঠ করে তুলেছিল দুই ভাই। এবার শিমুলের পাশাপাশি নিজের মা এবং বোনকেও জ্বালানো শুরু করেছে তারা।
‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, মধুবালা (Madhubala) এখন ছেলের বৌ অন্ত প্রাণ হয়ে গিয়েছে। শিমুলের (Shimul) পাশে দাঁড়াতে দুই ছেলের বিপক্ষে যেতেও দ্বিধাবোধ করেন না তিনি। আজকের পর্বে যেমন দেখা যাবে, পাড়ার দুর্গা পুজোয় মায়ের বরণের সময় প্রাণ খুলে আনন্দ করছে শিমুল-মধুবালারা। এমনকি পাড়ার মহিলাদের সঙ্গে কোমর দোলাতেও দেখা যায় শিমুলের শাশুড়িকে।
সারাটা দিন হইহুল্লোড় করে কাটানোর পর বাড়ি ফিরে শিমুলের সঙ্গে তার বাপের বাড়ি নিয়ে কথা বলে মধুবালা। শিমুল খানিক অভিমানের সুরে বলে, বাড়ির লোকেদের আর তার কথা মনে পড়ে না। মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করেছে মানেই যেন সব শেষ। তখন মধুবালা বৌমাকে বোঝায়, হয়তো এতদিন সে যোগাযোগ রাখেনি বলে তার বাপের বাড়ির লোকের অভিমান হয়েছে।
আরও পড়ুনঃ ‘তোমায় ছাড়া জীবন কল্পনাও করি না’, স্পেশাল মানুষের সাথে শ্রাবন্তীর ছবি আসতেই তোলপাড় নেটপাড়া
এরপর নিজের পেনশনের টাকা দিয়ে শিমুলের বাপের বাড়ির জন্য পুজোর কেনাকাটা করার কথাও বলে মধুবালা। একথা শুনে খুব খুশি হয় শিমুল। তখনই সেখানে এন্ট্রি হয় পরাগ (Parag)-পলাশের (Palash)। মা-বৌয়ের মুখে হাসি দেখেই অশান্তি শুরু করে দু’জনে।
সবার সামনে পলাশ মধুবালাকে বলে, তাদের বাবা বেঁচে থাকলে আজ মধুবালাকে চাপকে লাল করে দিতো। ছোট ছেলের মুখে একথা শুনে ভীষণ রেগে যায় মধুবালা। তখন আবার পরাগ পাল্টা বলে, পুলিশের ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করে রাখা যাবে না। পরাগ-পলাশের এমন ব্যবহার দেখে স্তম্ভিত হয়ে যায় তাদের কাকিমা। শিমুল-মধুবালাকে জ্বালাতে পুজোর মধ্যে পরাগ-পলাশ নতুন কোন নাটক শুরু করে সেটাই এবার দেখার।