• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপে লক্ষ্মী গুনে সরস্বতী! অনুরাগের ছোঁয়ার ‘দীপা’র গলায় ভক্তিগীতি শুনে প্রশংসায় ভরালো নেটপাড়া

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa actress Swastika Ghosh sings Mongol Dwip Jele

Anurager Chhowa actress Swastika Ghosh Singing : ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)স্টার জলসার (Star Jalsha) এই সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ‘দীপা’ (Deepa) নামে পরিচিতি লাভ করেছেন তিনি। তুখোড় অভিনয়ের মাধ্যমে আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছেন তিনি। সম্প্রতি সেই দীপার গলার গান শুনেই মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে।

বিনোদন দুনিয়ায় তারকাদের অনেক সুপ্ত প্রতিভা থাকে। কেউ ভালো ছবি আঁকতে পারেন, কেউ আবার ভালো নাচ করেন। কারোর কারোর আবার গানের গলা তুখোড় হয়। সম্প্রতি যেমন ‘রাঙা বউ’ অভিনেত্রী শ্রুতি দাসের গানের গলা শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। এবার ‘দীপা’ (Deepa) স্বস্তিকার গলায় ‘মঙ্গল দীপ জ্বেলে’ (Mongol Dwip Jele) গানটি শুনে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রত্যেকে।

Anurager Chhowa Deepa, Swastika Ghosh singing

স্বস্তিকার অভিনয়ের ট্যালেন্ট এতদিনে দেখে নিয়েছেন দর্শকরা। তবে তিনি যে এত সুন্দর গানও করেন তা অনেকেই জানতেন না। জানা গিয়েছে, ছোট থেকেই নাকি গান নিয়ে চর্চা করেন তিনি। মায়ের কাছ থেকে গান শিখেছেন অভিনেত্রী। সেখান থেকেই এত সুন্দর গান করেন ‘অনুরাগের ছোঁয়া’ নায়িকা।

আরও পড়ুনঃ রোজ সন্ধ্যায় ‘আহ উহ’ সিন! ‘কার কাছে কই মনের কথা’র দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ দর্শকদের

Anurager Chhowa Deepa, Swastika Ghosh singing

সম্প্রতি স্বস্তিকার একটি ভিডিও নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে। সম্ভবত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোনও অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি। ভিডিওয় দেখা যাচ্ছে, আইকনিক বাংলা গান ‘মঙ্গল দীপ জ্বেলে’ গাইছেন অভিনেত্রী। যদিও এই প্রথম নয়, অতীতেও বেশ কয়েকবার মাচা শোয়ে গান গেয়েছেন স্বস্তিকা। তখনও স্বস্তিকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ সূর্য নয়, উচ্ছেবাবুও ফেল! বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারশ্রমিকপ্রাপ্ত নায়ক কে জানেন?


এবারও পর্দার দীপার গলার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটাগরিকরা। বেশিরভাগ নেটিজেন একটাই কথা বলছেন, ‘দীপা তুমি অসাধারণ গান গাও’। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন। সেই সঙ্গেই ভুরি ভুরি কমেন্টও পড়েছে সেই পোস্টে। অনেকে এই কথাও বলেছেন, ‘রূপে লক্ষ্মী গুণে সরস্বতী’র আদর্শ উদাহরণ হলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥