• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য নয়, উচ্ছেবাবুও ফেল! বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারশ্রমিকপ্রাপ্ত নায়ক কে জানেন?

Updated on:

Om Sahani the highest paid Bengali serial actor for Love Biye Aaj Kal

Bengali Mega Serial’s Highest Paid Actor : এখন টলিউডের (Tollywood) থেকে বিনোদন জগতে বাংলা সিরিয়ালের (Bengali Serial) রমরমা বেশি। ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তাবড় তাবড় তারকা ছোটপর্দায় নাম লিখিয়েছেন। শুনলে হয়তো অবাক হবেন, সিনেমার থেকে বেশি আয় কিন্তু সিরিয়ালেই। বহু টলিউড তারকা নির্দ্বিধায় স্বীকার করেছেন, সংসার চালানোর জন্য সিরিয়ালই একমাত্র পথ। সেই বাংলা টেলি দুনিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা (Highest Paid Actor) কে জানেন?

এই মুহূর্তে বাংলা সিরিয়ালে একাধিক নামি দামি তারকা অভিনয় করছেন। ধারাবাহিকের কাহিনী মূলত নায়িকা নির্ভর হলেও, নায়ক কিন্তু এখনও বেশি পারিশ্রমিক (Fees) পান। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা টেলি দুনিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হলেন ওম সাহানি (Om Sahani)স্টার জলসার (Star Jalsha) পর্দায় শীঘ্রই শুরু হতে চলা ‘লাভ বিয়ে আজ কাল’এ (Love Biye Aaj Kal) মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

Om Sahani, Om Sahani fees, Love Biye Aaj Kal

ছোটপর্দার হাত ধরেই কেরিয়ার শুরু হয়েছিল ওমের। এরপর বড়পর্দায় ডেবিউ করেন তিনি। ‘হিরো ৪২০’, ‘প্রেম কি বুঝিনি’, ‘অগ্নি ২’ সহ একাধিক ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। টলিউড কাঁপিয়ে প্রায় এক দশক পর ফের ছোটপর্দায় ফিরলেন ওম। আর সেই জন্য বেশ মোটা টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ ‘প্রতিযোগিতা নেই, ও আরও ভালো করুক’, ‘ফুলকি’র সাফল্য দেখে কি বললেন ‘সন্ধ্যা’ অন্বেষা?

গত জুলাই মাস পর্যন্ত বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার শিরোপা ছিল নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) দখলে। আগস্ট মাসে তাঁকে সরিয়ে সেই স্থান দখল করেন ওম। ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) ধারাবাহিকের জন্য মাসিক ৫ লাখ টাকা পাচ্ছেন নীল। তবে ‘লাভ বিয়ে আজ কাল’র জন্য আরও বেশি টাকা নিচ্ছেন ওম।

আরও পড়ুনঃ মেয়ে হয়ে মেয়েদের সমালোচনা সত্যিই খারাপ লাগে! ট্রোলিং নিয়ে বিস্ফোরক পর্দার শিমুল

Om Sahani, Om Sahani fees, Highest paid Bengali serial actor

যীশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থার এই ধারাবাহিকে অভিনয়ের জন্য মাসিক ৭ লাখ ৫০ হাজার টাকা নিচ্ছেন ওম। জানা গিয়েছে, এর আগে বাংলা সিরিয়ালের কোনও নায়ক এত টাকা পারিশ্রমিক পাননি। ফলে সেদিক থেকে দেখলে রেকর্ড ব্রেকিং পারিশ্রমিক পাচ্ছেন ওম। এবার দেখা যাক, তাঁর সিরিয়াল টিআরপি তালিকায় রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স করে দেখাতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥