• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা হওয়ার যোগ্য নয় সূর্য! সোনা-রূপার জন্য অর্জুনের ভালোবাসা দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Arjun’s bonding with Sona Rupa impresses audience

দিন দিন দর্শকদের নয়নের মণি হয়ে উঠছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) অর্জুন। দীপার প্রতি তার ভালোবাসা, সম্মান আগেই মুগ্ধ করেছিল সকলকে। এবার সোনা-রূপার সঙ্গে তার বন্ডিং দেখে ফের প্রশংসায় ভরিয়ে দিলেন দর্শকরা। আদর্শ বাবা কেমন হওয়া উচিত তা অর্জুনকে দেখে শেখা উচিত, এমনটা বলছেন অনেকেই।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকে (Bengali Serial) খুব বেশিদিন হয়নি অর্জুন চরিত্রটির এন্ট্রি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই নিজ গুণে সকলের মন জয় করে নিয়েছে সে। দীপার মুখে হাসি ফোটাতে সর্বদা প্রস্তুত থাকে অর্জুন। শুধু তাই নয়, সোনা-রূপাকেও সে কখনও উদাস দেখতে পারে না। এক কথায়, বাবা হিসেবে মেয়েদের প্রতি সূর্যর যে দায়িত্ব পালন করা উচিত ছিল, তা পালন করছে অর্জুন।

Anurager Chhowa Arjun with Sona Rupa

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়, দীপাকে ছেড়ে সূর্যর কাছে চলে গিয়েছিল সোনা। কিন্তু মিশকার ষড়যন্ত্রে বেশিক্ষণ সেখানে থাকতে পারেনি। ‘পচা আন্টি’র যত্ন করায় বাবার ওপর বেজায় চটে যায় সে। এরপর সূর্যর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তার মেয়ে।

আরও পড়ুনঃ অমানুষ পরাগকে জেলের ঘানি টানাবে শিমুল, পাশে শতদ্রু! টিভির আগেই ফাঁস টানটান উত্তেজনার পর্ব

গত পর্বে দেখা যায়, সোনা-রূপার স্কুলে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত হয়েছে দীপা, অর্জুন, ঊর্মি, জয়রা। সেই কম্পিটিশনে ট্র্যাক স্যুটে দীপাকে দেখে একপ্রস্থ হাসিঠাট্টা করে অর্জুন। এরপর বাবার মতো ছোট্ট সোনা-রূপাকে আগলে রাখে সে। সোনা-রূপা যে তার সন্তান নয়, তা অর্জুনের ভালোবাসা দেখে বোঝা দায়।

Anurager Chhowa Arjun with Sona Rupa

দীপার মেয়েদের প্রতি অর্জুনের এই ভালোবাসা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। বাবা হিসেবে সূর্য যে দায়িত্বগুলো পালন করেনি, সেগুলো এখন পালন করছে অর্জুন। ছোট্ট সোনা-রূপার জীবনে কোথাও গিয়ে যেন বাবার জায়গাটা নিচ্ছে সে।

আরও পড়ুনঃ বেল্ট দিয়েই শায়েস্তা সব অপরাধী! ‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিকের বেল্টের দাম কত জানেন?

এদিকে আবার সোনা-রূপার স্কুলে রেসে দৌড়তে গিয়ে পরে যায় দীপা। পায়ে চোট পায় সে। তখনও বন্ধুর সাহায্য করতে এগিয়ে আসে অর্জুন। এদিকে সোনা-রূপা-দীপার জীবনে অর্জুনের উপস্থিতি কিছুতেই সহ্য করতে পারে না সূর্য। কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের কাহিনী? এটাই এখন দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥