• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের ভালোবাসায় ৫০০ পর্ব পার! ভাইরাল শুটিং ফ্লোরে ‘অনুরাগের ছোঁয়া’ টিমের সেলিব্রেশনের ভিডিও

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে রাজত্ব করছে একটিমাত্র সিরিয়াল (Bengali Serial), সেটা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যদিও চলতি সপ্তাহে টিআরপি তালিকায় জোর ধাক্কা খেয়েছে স্টার জলসার (Star Jalsha) এই মেগা। বেঙ্গল টপারের আসন খুইয়ে সোজা পঞ্চম স্থানে নেমে এসেছে সূর্য-দীপার ধারাবাহিক। সেই সঙ্গে রেটিংও কমেছে অনেকটা।

গত দশ মাস ধরে টিআরপি তালিকায় (TRP List) রাজত্ব করার পর আচমকা সিংহাসনচ্যুত হওয়ায় বেশ আশাহত হয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র ভক্তরা। তবে রেটিং (TRP) কমলেও দর্শকমহলে সূর্য-দীপার ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। এখনও সোশ্যাল মিডিয়া খুললেই এই মেগা সংক্রান্ত নানান পোস্ট চোখে পড়ে।

   

Anurager Chhowa 500 episodes celebration

টেলিভিশনের পর্দায় রোজ ‘অনুরাগের ছোঁয়া’ দেখাটা এখন সিরিয়ালপ্রেমী মানুষদের অভ্যাস হয়ে গিয়েছে। দর্শকদের এই অগাধ ভালোবাসায় সম্প্রতি ৫০০ পর্ব পার করে ফেললো এই ধারাবাহিক। এখন যেখানে শুরু হওয়ার ২-৩ মাসের মধ্যে বহু সিরিয়াল বন্ধ হয়ে যায় সেখানে ৫০০ পর্বের গণ্ডি টপকানো যে বিরাট ব্যাপার তা আর আলাদা করে বলে দিতে হয় না।

আরও পড়ুনঃ ‘দুমাসে সিরিয়াল শেষ হোক চাই না’, ছোটপর্দায় কামব্যাক নিয়ে বিস্ফোরক ‘শ্রীময়ী’ ইন্দ্রানী হালদার

স্বাভাবিকভাবেই এত বড় মাইলফলক স্পর্শ করে সেলিব্রেশনে মেতেছিল সম্পূর্ণ ‘অনুরাগের ছোঁয়া’ টিম। একটি-দু’টি নয়, এই বিশেষ দিনে তিন-তিনটি কেক কেটে উদযাপন করেন পর্দার সূর্য (Surjya)-দীপারা (Deepa)। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র ৫০০ পর্বের সেলিব্রেশনের ছবি-ভিডিও।

আরও পড়ুনঃ আবারও ব্যর্থ বাবুউউর মা! বিচ্ছেদ ভুলে কাছাকাছি সৃজন-পর্ণা, টিভির আগেই ফাঁস ধামাকাদার পর্ব

Anurager Chhowa 500 episodes celebration

ভাইরাল সেই পোস্টগুলিতে সূর্য, দীপা, লাবণ্যর পাশাপাশি দেখা মিলেছে খলনায়িকা মিশকারও (Mishka)। সকলের নজর কেড়েছে তার সাজ। নববধূর সাজে মিশকা সেন কী করছে? এই প্রশ্নও উঁকি দিয়েছে অনেকের মনে। এছাড়াও ছোট্ট সোনা-রূপা, জয়, ঊর্মি, প্রতীক, তিস্তা সকলকে দেখা গিয়েছে ৫০০ পর্বের জমজমাট সেলিব্রেশনে।

প্রসঙ্গত, ‘অনুরাগের ছোঁয়া’য় এই মুহূর্তে মিশকার প্রেগন্যান্সির ট্র্যাক দেখানো হচ্ছে। মিশকার গর্ভে সূর্যর সন্তান রয়েছে জেনে আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে পড়ছে লাবণ্য। অন্যদিকে মিশকাও এই সুযোগ কাজে লাগিয়ে সেনগুপ্ত বাড়িতে এন্ট্রি নেওয়ার পরিকল্পনা করছে। এবার দেখা যাক, লাবণ্যকে হাতিয়ার করে কীভাবে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে মিশকা।