• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও ব্যর্থ বাবুউউর মা! বিচ্ছেদ ভুলে কাছাকাছি সৃজন-পর্ণা, টিভির আগেই ফাঁস ধামাকাদার পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan Parna come together for Chayan

একঘেয়ে সাংসারিক কুটকচালি এবং পরকীয়ার ভিড়ে একান্নবর্তী পরিবারের কাহিনী নিয়ে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটি। শুরু থেকেই দত্ত পরিবারের গল্প ভীষণ পছন্দ দর্শকদের। আর এখন তো এই সিরিয়ালের (Bengali Serial) প্রত্যেকটি পর্ব দারুণ জমজমাট হচ্ছে। চরমে উঠেছে সৃজন-পর্ণার সম্পর্কের টানাপোড়েন। এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ধারাবাহিকের নতুন প্রোমো।

কয়েকদিন আগেই ‘নিম ফুলের মধু’তে দেখানো হয়েছে, পর্ণার (Parna) বেস্ট ফ্রেন্ড রুচিরার সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি হয়েছে তার দেওর চয়নের। যদিও তাদের সম্পর্কে খুশি নয় দত্ত বাড়ির একাধিক সদস্য। তবে চয়ন-রুচিরার মিল করানোর শপথ নিয়েছে পর্ণা। যে কারণে ভাঙতে চলেছে তার নিজের সংসার। স্ত্রীকে ডিভোর্স দিতে উদ্যত হয়েছে সৃজন (Srijan)

Neem Phooler Madhu, Neem Phooler Madhu promo

তবে এবার ‘নিম ফুলের মধু’তে আসতে চলেছে নতুন চমক। যে চয়নকে (Chayan) কেন্দ্র করে ভাঙতে বসেছিল সৃজন-পর্ণার সংসার, এবার তার জন্যই কাছাকাছি আসতে চলেছে দু’জনে। ধারাবাহিকের নতুন প্রোমোতেই (Promo) দেখা গিয়েছে সেই দৃশ্য।

আরও পড়ুনঃ ‘শাহরুখের ভাগ্য ভাল যে, ওর আমার জন্মদিন একই দিনে’, সাক্ষাৎকারে খোস মেজাজে চিরঞ্জিত

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পর্ণা এক প্রভাবশালী ব্যক্তির বাড়ি গিয়ে বলছে, আপনার ছেলের জন্য আজ আমার দেওর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি আপনাকে ছাড়বো না।

আরও পড়ুনঃ ভাই নামে কলঙ্ক! শিমুলের বর পরাগকে বউ পেটানোর বুদ্ধি দিতেই পলাশকে ‘কুচুটে’ তকমা দিল দর্শকেরা

Neem Phooler Madhu Srijan Parna reunite again

এরপরেই দেখা যায়, পর্ণা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু গুন্ডা তাকে ট্রাক দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করে। পর্ণাকে ধাক্কা দিতে যাবে ঠিক সেই সময় তাকে বাঁচিয়ে দেয় সৃজন। এরপর সৃজন নিজেই বলে, চয়নের জন্য এখন ডিভোর্স ভুলে একসঙ্গে লড়াই করতে হবে তাদের।

তাহলে কি চয়নের জন্যই ফের দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসবে সৃজন-পর্ণা? ভেস্তে যাবে ঈশা আর বাবুউউর মায়ের ডিভোর্স করানোর প্ল্যান? এমনই হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥