• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দুমাসে সিরিয়াল শেষ হোক চাই না’, ছোটপর্দায় কামব্যাক নিয়ে বিস্ফোরক ‘শ্রীময়ী’ ইন্দ্রানী হালদার

Updated on:

Indrani Halder Open up about her Comeback in New Bengali Serial

টেলিপাড়ার অল টাইম হিট সিরিয়াল বা তারকাদের নাম বলতে গেলে ‘শ্রীময়ী’ (Sreemoyee) আর ইন্দ্রানী হালদার (Indrani Halder) নাম আসবেই। শুধু ধারাবাহিক নয় বাংলা সিনেমার জগতেও নব্বইয়ের দশকে দুর্দান্ত কাজ করেছেন অভিনেত্রী। সিনেমার পর সিরিয়াল হোক বা রিয়েলিটি শো সব ক্ষেত্রেই দর্শকদের মন জিতে নিয়েছেন।

শেষবার ২০২১ সালে ছোটপর্দায় ‘শ্রীময়ী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল ইন্দ্রানী হালদারকে। নতুন হোক বা পুরোনো সকল মেগাকে ছাপিয়ে প্রতিবারেই টিআরপি তালিকায় ভালো ফলাফলও হত। এই কারণেই তো শেষ হওয়ার দুবছর পেরিয়ে গেলেও আজও সকলে শ্রীময়ীকে মিস করেন। অনেকেই অপেক্ষায় আছেন ইন্দ্রানী হালদারের নতুন প্রজেক্টের জন্য।

Tollywood actress Indrani Haldar opens up abuot her comeback

যারা খোঁজ রাখেন তারা নিশ্চই জানেন, ইতিমধ্যেই ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রেখেছেন ইন্দ্রানী হালদার। শ্রীময়ী শেষ হওয়ার পর  ‘ছোটলোক’ সিরিজ নিয়ে বেশ ব্যস্ত তিনি। গল্পে জননেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। এই খবর পাওয়া মাত্রই শ্রীময়ী ভক্তরা খুশি হয়ে গিয়েছিলেন। মাঝে অবশ্য কিছুদিনের জন্য ‘ঘরে ঘরে জি বাংলা’ রিয়ালিটি শোয়ে দেখা গিয়েছিল তাকে। কিন্তু তারপরেই আর দেখা না মেলায় চিন্তিত হয়ে পড়েছিলেন অনেকেই।

আরও পড়ুনঃ ‘শাহরুখের ভাগ্য ভাল যে, ওর আমার জন্মদিন একই দিনে’, সাক্ষাৎকারে খোস মেজাজে চিরঞ্জিত

তাহলে কি আর ছোটপর্দায় ফিরতে চাইছেন না ইন্দ্রানী হালদার? এতদিনে এই প্রশ্নের উত্তর মিলল। সম্প্রতিও আনন্দবাজার অন্যায়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী নতুন সিরিয়ালে না আসার কারণ জানিয়েছেন। ইন্দ্রানী হালদার বলেন, ‘শ্রীময়ী শেষ হওয়ার পর আমার কাছে অনেক ধরনেরই চিত্রনাট্যে এসেছে। শুনেওছি, কিন্তু কোনটাই ঠিক মনের মতো হয়নি।’

আরও পড়ুনঃ ভাই নামে কলঙ্ক! শিমুলের বর পরাগকে বউ পেটানোর বুদ্ধি দিতেই পলাশকে ‘কুচুটে’ তকমা দিল দর্শকেরা

Indrani Halder

এরপর তিনি আরও জানান, বর্তমানে সিরিয়াল শুরুর দু তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। আমি চাই না আমার সিরিয়াল এভাবে বন্ধ হয়ে যাক। তাছাড়া ইন্দ্রানী হালদারের মতে, ‘কোনো কিছুই বারবার দেখতে ভালো লাগে না। তাই এখন যদি আবারও শ্রীময়ীর মত চরিত্র করি সেটা দর্শকদের ভালো লাগবে না। গল্প, ভাবনা থেকে সমস্ত কিছুর মধ্যেই পরিবর্তন আসা দরকার বলে মনে করি আমি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥