• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের ছবি দেখে সূর্য-দীপাকে ভুল বুঝল সোনা! ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে আরও এক মোড়ঘোরানো পর্ব

Published on:

Star Jalsha Anurager Chhowa Sona comes to know about Sujya Deepa marriage

Anurager Chowa Sona comes to know about Surja-Deepa Marriage: স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের প্রত্যেক পর্বে কিছু না কিছু টুইস্ট থাকছে। রোজ দর্শকদের জন্য কোনও না কোনও চমক আনছেন নির্মাতারা। কয়েকদিন আগেই সোনা (Sona)-রূপার হাত ধরে সেনগুপ্ত বাড়িতে ফিরেছে দীপা (Deepa)। এবার সূর্য-দীপার সম্পর্কে আসল সত্যিটা জানতে পারবে ছোট্ট সোনা।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, রূপা আগেই জেনে গিয়েছে সূর্য এবং দীপা তার মা-বাবা। তবে সোনা কয়েকদিন আগে জানতে পেরেছে সূর্য (Surjya) তার বাবা নয়। ঊর্মির মায়ের কথায় সে নিজেকে প্রথমে অনাথ ভাবতে শুরু করেছিল। এমনকি বাড়ি ছেড়েও চলে যেতে চেয়েছিল সে। বাবাকে ছেড়ে ‘ফুলমা’র কাছে থাকার জেদ ধরেছিল সোনা।

Anurager Chhowa, Deepa Sona and Rupa

শেষ পর্যন্ত সোনা প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তখন মেয়ের মুখের দিকে তাকিয়ে লাবণ্যর অনুরোধ শুনে ফের সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে দীপা। এখন বাড়ির সবাই মিলে ফের সূর্য-দীপার মিল করানোর জন্য উঠেপড়ে লেগেছে। ঊর্মি যেমন জন্মদিনে দাদাভাই এবং দিদির মিল করাতে একটি বিশেষ সারপ্রাইজ প্ল্যান করছে।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ঊর্মি ঠিক করেছে সোনা-রূপার হাত ধরেই এবার সূর্য-দীপার মিল করাবে সে। তাই জন্য জন্মদিনে সে সূর্যর ঘর খুব সুন্দর করে সাজিয়ে তোলে। সেই সঙ্গে দীপাকেও সাজিয়ে দেয় সে। তা দেখে ঊর্মির মা হঠাৎ বলে ওঠে, বিয়ের এতদিন পর আবার সূর্য-দীপাকে একসঙ্গে দেখে এত ভালোলাগছে।

আরও পড়ুনঃ ঊষা উত্থুপ-শ্রেয়া ঘোষাল থেকে অরিজিৎ সিং! জনপ্রিয় শিল্পীরা প্রথম গান গেয়েছেন এই সিনেমায়

Anurager Chhowa, Surjya Deepa marriage

আর একথা শুনে নেয় সোনা। তার মনে সন্দেহ হয়, তাহলে কি তার বাবার সঙ্গে ফুলমার বিয়ে হয়ে গিয়েছিল? যদিও ছোট্ট সোনার এই প্রশ্নের উত্তর কেউ দেয়নি। এরপর সবাই জন্মদিন সেলিব্রেশনে মেতে উঠলে সোনার স্টোর রুমে যায়। আর সেখানে গিয়েই সত্যের মুখোমুখি হয় সে।

আরও পড়ুনঃ সোনা-রুপাই পারবে! মেয়েদের দৌলতেই রোম্যান্স শুরু সূর্য-দীপার, দৃশ্য দেখেই আনন্দে আত্মহারা দর্শক

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে, স্টোর রুমে গিয়ে পুরনোর খবরের কাগজে সূর্য-দীপার বিয়ের ছবি, যা সেই সময় ছাপা হয়েছিল, সেটা দেখে নেয় সে। তাহলে কি সব সত্যি জেনে গেল সোনা? এবার কি বাবা-মা দু’জনকেই ভুল বুঝবে সে নাকি ভালোবেসে আরও কাছে টেনে নেবে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥