• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় বিচ্ছেদ হলেও বাস্তবে পার্টি মুডে দীপা-সূর্য, ফাঁস টীম ‘অনুরাগের ছোঁয়া’র পিকনিকের ভিডিও

Published on:

Anurager Chhowa,Star Jalsha,ষ্টার জলসা,অনুরাগের ছোঁয়া

ষ্টার জলসার (Star Jalsha) হিট সিরিয়ালের তালিকা তৈরী হলে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) এর নাম থাকবেই। সূর্য-দীপার কাহিনী দেখার জন্য আজও অনেকেই অপেক্ষায় থাকেন। একসময় প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে জ্বলজ্বল করত অনুরাগের ছোঁয়ার নাম। বর্তমানে সেটা আর হয় না, তবে একাধিক নতুন ধারাবাহিকের ভিড়ে আজও সেরা দশেই থাকে সিরিয়ালটি। এটাই প্রমাণ আজও জনপ্রিয়তা রয়েই গিয়েছে।

সম্প্রতি গল্পে মিশকা শাস্তি পেয়েছে। অনেকেই ভেবেছিল মিশকা শাস্তি পাওয়ার পর হয়তো পুনরায় মিলন হবে সূর্য-দীপার। কিন্তু সেটা হয়নি, অর্জুনকে নিয়ে সূর্যর মনে তৈরী হওয়া সন্দেহের জেরে আবার পথ আলাদা হয়েছে দুজনের। এদিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড হওয়ার পরেও লজ্জা নেই মিশকার। জেলে যাওয়ার আগে দীপাকে শাসিয়ে গিয়েছে যে দশ বছর পর আবারও তাদের জীবন তোলপাড় করতে ফিরবে।

Star Jalsha Anurager Chhowa Deepa raises Hand against Surja

সোনা-রুপা থেকে বীর, এমনকি পরিবারের সকলকে ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। দীপা যখন আটকানোর চেষ্টা করে তখন নিজের মনের অবস্থার কথা জানিয়ে সময় আর দূরত্ব চায় সূর্য। শেষমেশ দীপাকে কাঁদিয়ে দূরেই চলে যায়। বিচ্ছেদ পর্বের অভিনয় চোখে জল এনে দিয়েছিল দর্শকদের। তাই নেটপাড়ায় অভিনয়ের প্রশংসাও হয়েছিল বেশ। তবে পর্দায় চরম বিষন্নতা চললেও বাস্তবে কিন্তু হৈ হুল্লোড় চলছে।

Team Anurager Chhowa Picnic Video and Photos

হ্যাঁ ঠিকই দেখছেন, সিরিয়ালের কাঁদিয়ে দেওয়ার মত ট্র্যাক চললেও আসল লাইফে দিব্যি বিন্দাস মুডে দিন কাটছে। সম্প্রতি শীতের আবহাওয়ার মাঝেই চড়ুইভাতি মেতে উঠেছিল টিম অনুরাগের ছোঁয়া। যেখানে দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ, রূপাঞ্জনা মৈত্র থেকে শুরু করে সমস্ত কলাকুশলীরা বেশ মজা করেছেন। ইতিমধ্যেই সেই পিকনিকের বেশ কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে মাইক হাতে গান গাইছেন সূর্য অভিনেতা। অন্যদিকে গোটা টিম তখন গানের তালে নাচতে ব্যস্ত। এমনকি সকলের মাঝে দেখা মিলেছে অভিনেত্রী রুকমা রায়েরও। ইনস্টাগ্রামে শেয়ার করার পর ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যা দেখে নেটিজেনদের একাংশ কমেন্ট করেছেন, পর্দায় বিচ্ছেদ হলেও বাস্তবে এমন হাসিখুশি দেখে মনটা জুড়িয়ে গেল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥