• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব শেষ, মারা যাবে রুপা? পর্দার মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ‘সূর্য’ অভিনেতা দিব্যজ্যোতি

Updated on:

Anurager Chhowa Rupa's Father Surja actor Dibyojyoti Dutta Cried

ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একসময় লাগাতার টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থানে থাকলেও বর্তমানে সেরা পাঁচেও দেখা যাচ্ছে না ধারাবাহিকটিকে। তবে আজও সূর্য-দীপার কাহিনী দেখার জন্য টিভির সামনে অপেক্ষায় বসে থাকেন অজস্র ভক্তরা। তবে বিগত কিছু পর্ব যেন তোলপাড় করে দিচ্ছে, চোখ সরানো যাচ্ছে না টেলিভিশনের পর্দা থেকে। সেই কারণেই টিআরপি তালিকায় আবারও কিছুটা ওপরের দিকে উঠেছে সিরিয়ালটি।

সূর্য-দীপার কাহিনী দিয়ে শুরু হলেও যেদিন থেকে সোনা-রুপা এসেছে সেদিন থেকেই গল্পের মূল আকর্ষণ হয়ে গিয়েছে তাঁরা। দুজনের মিলন তো হয়েও হয়নি এখন বাচ্চারা কার কাছে থাকবে? কে তাদের মানুষ করবে এই নিয়েই বিবাদ শুরু হয়েছে। সোনা চরিত্রে দেখা যাচ্ছে মিশিতা রায়চৌধুরীকে আর রুপা হিসাবে অভিনয় করছে সৃষ্টি মজুমদার। যেমন কিউট দেখতে তেমনি দুর্দান্ত দুজনের অভিনয়। কিন্তু এবার শয়তান মিশকার চক্রান্তে মৃত্যুর মুখে রুপা।

Anurager Chhowa Rupa Hospitalised

সূর্যকে পেতে গাড়ি দিয়ে ধাক্কা মেরে চিরকালের মত রুপাকে শেষ করে দিয়ে চেয়েছিল মিশকা। ধাক্কা লাগার পর থেকেই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঐটুকু মেয়েটা। এরপর দেখা যায় চিকিৎসায় কোনো সারা দিচ্ছে না রুপা। মেয়ের এমন অবস্থা দেখে ভেঙে পরে  দীপা, এমনকি পাগলের মত অবস্থা হয় সূর্যর। তবে, তখনও হাত মানতে নারাজ ছিল দীপা। আর শেষমেশ বেঁচে ফিরেছে রুপা।

আরও পড়ুনঃ বিয়ে হলেও কাছে আসা বারণ! প্রেম নাকি রহস্য? প্রকাশ্যে ষ্টার জলসার নতুন সিরিয়ালের প্রোমো

মাঝে ক্ষণিকের জন্য হলেও রুপার পালস রেট শূন্য হয়ে গিয়েছিল। অর্থাৎ কিছুক্ষণের জন্য মৃত হয়ে গিয়েছিল সে। এই সময় সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতির অভিনয় হোক বা দীপা চরিত্রে স্বস্তিকা দুজনেই মন জিতে নিয়েছেন দর্শকদের। এককথায় এমন পরিস্থিতিতে মা-বাবার মনের অবস্থা বাস্তবের মতই তুলে ধরেছেন তাঁরা। তবে এই দুঃখের সময় বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় আশার আলো।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুনঃ ভেঙেও মচকাবে না! ধরা পরে প্রমাণ নষ্ট করতে মরিয়া ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধুন্ধুমার পর্ব

সকলেই যখন আশা প্রায় ছেড়েই দিয়েছিল তখন মায়ের ডাকে সাড়া দেয় রুপা। এই খবরে সকলেই খুশি হয়ে যায়, শুধু একজন ছাড়া। হ্যাঁ ঠিকই ধরেছেন, মিশকা, সে আবারও চেষ্টা করে রুপাকে শেষ করে দেওয়ার জন্য। নার্সের পোশাকে এসে ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চেয়েছিল রুপাকে। কিন্তু এবার আর সফল হয়নি, কারণ দীপা হাতেনাতে ধরেছে মিশকাকে। তারপর মিশকাকে থাবড়ে লাল করে দিয়েছে লাবণ্য সেনগুপ্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥