• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসপ্তাহও টিকল না পর্ণার খুশি! জ্যাস না ফুলকি বাজিমাত করল কে? TRP তালিকা দেখে হতবাক নেটপাড়া

নতুন বছরে সকলকে চমকে দিয়েছিল টার্গেট রেটিং পয়েন্টের তালিকা (Target Rating Point)। একসময় যেখানে টিআরপি রেজাল্ট মানেই অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) থাকত টপে সেখানে সেরা পাঁচেও দেখা যাচ্ছে না সূর্য-দীপার গল্পকে। এমনকি জগদ্ধাত্রী থেকে ফুলকির মধ্যেই জবর লড়াই চলছে। তবে এবার নতুন বছরের দ্বিতীয় TRP লিস্টে সেরা হল কে? চলুন দেখে নেওয়া যাক।

নিজের হারানো জায়গা পুনুরুদ্ধার করে প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। সদ্য প্রকাশিত তালিকায় জ্যাস সান্ন্যালের কাহিনী পেয়েছে ৯.৫ পয়েন্ট। এর ঠিক পরেই রয়েছে গতবারের বেঙ্গল টপার নিম ফুলের মধু। রুচিরার খুনিকে ধরে ৮.৮ পয়েন্ট পেয়েছে সৃজন-পর্ণা জুটি। এদিকে সামান্য পয়েন্টের ব্যবধানে ৮.৭ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি।

   

29th December Target Rating Point list of bengali Serials Neem Phooler Madhu bengal Topper See complete TRP List

এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে দুই নতুন মেগা। গীতা এলএলবি পেয়েছে ৭.৯ পয়েন্ট ও কোন গোপনে মন ভেসেছে পেয়েছে ৭.৪। পুরোনোদের টেক্কা দিয়ে নতুন গল্পেরা যে এগিয়ে চলেছে তা প্রথম পাঁচের তালিকা দেখলেই স্পষ্ট। তবে এবার দেখে নেওয়া যাক সেরা দশের তালিকায় রইল কারা!

আরও পড়ুনঃ পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও! রোম্যান্সে মাতলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

জগদ্ধাত্রী – ৯.৫ প্রথম
নিম ফুলের মধু – ৮.৮ দ্বিতীয় 
ফুলকি – ৮.৭ তৃতীয় 
গীতা LLB – ৭.৯
কোন গোপনে মন ভেসেছে – ৭.৪

অনুরাগের ছোঁয়া, কার কাছে কই মনের কথা – ৭.১
তোমাদের রাণী – ৭.০
সন্ধ্যাতারা,Love বিয়ে আজকাল, জল থই থই ভালোবাসা – ৬.৮
কথা, তুমি আশেপাশে থাকলে, হরগৌরী পাইস হোটেল – ৬.০
ইচ্ছে পুতুল – ৫.৮

আরও পড়ুনঃ অমানুষ ছিল, তাই থাকবে! পরাগ পালালেও সতীনকে বাঁচতে ঝাঁপিয়ে পড়ল শিমুল, ভাইরাল তোলপাড় করা পর্ব

সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে রচনা ব্যানার্জী সঞ্চালিত দিদি নং ওয়ান ৫.৭ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত দাদাগিরি ৫.৫ পয়েন্ট পেয়েছে। এছাড়া ঘরে ঘরে জি বাংলা ১.৪ পয়েন্ট পেয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে টিআরপি কমে যাওয়ায় বন্ধের মুখে একাধিক ধারাবাহিক। যার মধ্যে ইচ্ছে পুতুল এর শেষ শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

site