• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়ক থেকে গায়ক, জি বাংলার নতুন সিরিয়ালে কামব্যাক ‘উচ্ছে বাবু’ আদৃত রায়ের

Published on:

Adrit Roy In Zee Bangla New Serial

‘উচ্ছে বাবু’কে মনে আছে নিশ্চই! মিঠাই (Mithai) ধারাবাহিকের সিদ্ধার্থ চরিত্র এই নামেই বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গল্পে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। প্রায় দুবছর ধরে সকলের মন জয় করেছিল মিঠাই-সিদ্ধার্থ জুটি। সিরিয়াল শেষ হওয়ার পর মন খারাপ হয়ে গিয়েছিল সকলেরই। ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবারও উচ্ছেবাবুকে নতুন কোনো চরিত্রে দেখা যাবে। এবার মিলল সেই সুখবর, কামব্যাক করছেন উচ্ছেবাবু থুড়ি আদৃত রায়।

জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ ধারাবাহিকের ছোটপর্দায় পা রাখেন আদৃত। প্রথম মেগা শেষ হওয়ার পর আর দেখা মেলেনি টিভির পর্দায়। তবে এবার আদৃত ভক্তদের  জন্য একটা দারুন সুখবর পাওয়া গেল। জি বাংলারই নতুন মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’ এ দেখা যাবে সকলের প্রিয় আদৃতকে। কিন্তু ব্যাপারটা যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয়।

Mithai fame sidhartha actor Adrit Roy comeback in a new serial with Monphagun actress Srijla Guha

আদৃত ভক্তরা সকলেই জানেন, ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো গায়কও। নিজস্ব একটি গানের ব্যান্ডও রয়েছে আদৃতের। সোশ্যাল মিডিয়াতে সেই ছবিও ভাইরাল হয়েছে বহুবার। এছাড়া মাঝে মধ্যেই তাঁর খালি গলায় গান গাওয়ার ভিডিও শেয়ার করেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ কারোর হাজার তো কেউ পায় লাখে, বাংলা সিরিয়ালে সর্বোচ্চ বেতন পায় কোন নায়িকা জানান?

Kon Gopone Mon Bhesechhe Uday Pratap Singh

এবার প্রশ্ন হল নায়ক না হলে কোন চরিত্রে দেখা যাবে আদৃতকে? উত্তর হল ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে বড়দিন উপলক্ষে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। গল্পে কিঞ্জলের চরিত্রে দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিংকে। উদয় বড়দিনে জিংগেল বেল গানে লিপ দিচ্ছে আর গানটি গাইতে দেখা যাবে আদৃত রায়কে। অর্থাৎ গায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে!

আরও পড়ুনঃ হুবহু জেরক্স কপি! বাংলা সিরিয়ালের এই দুই অভিনেত্রী বাস্তবেই জমজ বোন

ফেসবুকে নিজেই এই সুখবর শেয়ার করেছেন অভিনেতা। আদৃতের পোস্ট শেয়ার করে উদয় প্রতাপ লেখেন, ‘মানুষ কেন তোমায় ও তোমার কাজ এত পছন্দ করে, একটা কারণ আছে বাবা….!’ বোঝাই যাচ্ছে আদৃতকে অভিনেতা হিসাবে আবারও দেখার জন্য অপেক্ষায় আছেন দর্শকেরা। কিন্ত সেটা কবে হবে তা এখনই বলা যাচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥