• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঈশা বিদেয় হতেই নতুন বিপদ, পর্ণাকে জেল থেকে বাঁচাতে ছুটল ‘বাবুউউ’, ফাঁস তোলপাড় করা পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার হিট সিরিয়ালের মধ্যে অন্যতম নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। একদিকে কৃষ্ণা আর তাঁর ছেলে ‘বাবুউউ’ থুড়ি সৃজন। আর অন্যদিকে পর্ণা (Parna)। প্রতিটা পর্বই একেবারে টানটান উত্তেজনার। কখন যে তার কেটে যায় বোঝা মুশকিল, আর তার কেটে গেলেই শুরু হয় তান্ডব। জিপে পর্ণার চরিত্রে আছেন পল্লবী শর্মা, তাঁর বিপরীতে সৃজন চরিত্রে রুবেল দাস।

শুরু থেকেই পর্ণাকে সৃজনের থেকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে বাবুউউর মা অর্থাৎ কৃষ্ণা। সম্পত্তি ইশার দৌলতে সৃজনকে ভুলভাল বুঝিয়ে ডিভোর্স পর্যন্ত করিয়ে ফেলেছিল। কিন্তু শেষমেশ পর্ণার বুদ্ধি আর ভালোবাসার জেরে আবারও এক হয়েছে দুজনে। কিন্তু এই সুখ বেশিদিনের জন্য টিকল না, আবারও নতুন করে বিপদে পর্ণা।

   

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan understood Parna’s greatness, নিম ফুলের মধু সৃজন পর্ণা কৃষ্ণা

নিম ফুলের মধুতে কিছুদিন হল চয়ন বিয়ে করেছে রুচিরাকে। রুচিরা আর পারেনা দুজনেই ভালো বান্ধবী। কিন্তু এবার দেখা যাবে রুচিরা ‘বোমা স্বপন’ নামক দুষ্কৃতীকে নিয়ে খবরের কাগজে একটা নিজের অনুমানের ভিত্তিতে আর্টিকেল লিখবে যেটা সাংবাদিকতার পেশায় অনুচিত।

আরও পড়ুনঃ নায়ক থেকে গায়ক, জি বাংলার নতুন সিরিয়ালে কামব্যাক ‘উচ্ছে বাবু’ আদৃত রায়ের

নিম ফুলের মধু পর্ণা গ্রেফতার : Neem Phooler Madhu Parna got Arrest in Murder Charge of Ruchira

এই বিষয়ে জানতে পেরেই পর্ণা বাগচী স্যারকে ফোন করে লেখা ছাপতে বারণ করে। এতেই রুচিরা আর পর্ণার মাঝে ভুলবোঝাবুঝি শুরু হয়। এমন একটা সুযোগ পেতেই ঈশা নিজের প্রতি হওয়া অপমানের বদলা নেবে ঠিক করে ফেলে। তারপরেই দেখা যায় টিভিতে ব্রেকিং নিউজ। সাংবাদিক রুচিরাকে খুনের অপরাধে গ্রেফতার হয়েছেন আলোকপর্ণা দত্ত অর্থাৎ পর্ণা।

আরও পড়ুনঃ হুবহু জেরক্স কপি! বাংলা সিরিয়ালের এই দুই অভিনেত্রী বাস্তবেই জমজ বোন

জি বাংলার সোশ্যাল মিডিয়াতে এই প্রোমো শেয়ার হওয়ার পর থেকেই সুপার ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ ভ্যানে তোলা হচ্ছে পর্ণাকে। মনে মনে সে বলছে, এটা তুমি কি করলে জগু দাদা? আমি যে নির্দোষ। সৃজন তুমি কোথায়?’ পর্ণার কথা শেষ হতেই দেখা যায় বুলেটে করে তাঁকে বাঁচাতে আসছে সৃজন। এখন আগামী দিনে কি নতুন চমক দেখা যাবে সেটাই দেখার।