বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের বিনোদনের স্বার্থে ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) দুই চ্যানেলেই নানা গল্পের সম্প্রচার হয়। কিন্তু জনপ্রিয়তা যতই থাকে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) না থাকলেই সেটা শেষ হওয়ার পথে পা বাড়ায়। বদলে আসে নতুন মেগা। যেমন বিগত কয়েক মাসেই কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, খেলনা বাড়ি থেকে গৌরী এলো শেষ হয়েছে। তাছাড়া বর্তমানে বেশ কিছু মেগার টিআরপি কমায় একঝাঁক নতুন সিরিয়াল (Upcoming Bengali Mega Serials) আঁচে দুই চ্যানেল। চলুন আজ দেখে নেওয়া যাক নতুন বাংলা মেগাগুলি কবে কোন চ্যানেলে আর কি গল্প নিয়ে আসছে?
আলোর কোলে (Alor Kole) : লিস্টে প্রথমেই আসে ‘আলোর কোলে’ এর নাম। মা হারা সন্তানদের জীবন কিভাবে কাটে সেই নিয়েই এই ধারাবাহিক। তবে এখানে একটু টুইস্ট আছে! গল্পে ছোট্ট পুপুলের মা মারা গেলেও তাকে ছেড়ে যায়নি। অশরীরী হয়ে রয়ে গিয়েছে মেয়ের টানে। গল্পে কৌশিক রায়, স্বীকৃতি মজুমদার তো সমু মজুমদারকে দেখা যাবে। ২৭শে নভেম্বর থেকে শুরু ‘গৌরী এলো’ এর স্লট অর্থাৎ রাত ৯টায় জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে এই সিরিয়াল।
মিঠিঝোরা (Mithi Jhora) : ‘খেলনা বাড়ি’ শেষ হতেই নতুন মেগাতে হাজির হয়েছেন আরাত্রিকা মাইতি। জি বাংলার পর্দায় তিনবোনের গল্পে দেখা যাচ্ছে তাকে। যেখানে আরাত্রিকা অর্থাৎ ‘মিঠি’ বড়বোন। পরিবারের জন্য স্বার্থত্যাগ করতে একটুও ভাবে না সে। এমনকি নিজের হবু বরের সাথে ছোট বোনের বিয়ে দিয়ে দেবে। বিগত ২৭শে নভেম্বর থেকে সাড়ে ৯টার স্লটে দেখা যাচ্ছে ধারাবাহিকটি।
আরও পড়ুনঃ দত্ত বাড়িতে তুলকালাম! ধ্যাষ্টামো জেঠুকে টাইট দিয়ে ঘরে এল চয়ন-রুচিরা, সাবাশ পর্ণা বলছে দর্শকেরা
কথা (Katha) : ‘পঞ্চমী’ শেষ হওয়ার পর নতুন রূপে কামব্যাক করছেন অভিনেত্রী সুস্মিতা দে। ষ্টার জলসার আসন্ন এই ধারাবাহিকে সাহেব ভট্টাচার্যর বিপরীতে দেখা যাবে তাকে। গল্পে ‘কথা’ সাধাসিধে একজন গাছ প্রেমী কিন্তু তাঁর ধারণা পুরুষ মানেই বিশ্বাস ঘাতক। অন্যদিকে নায়ক আবার ভালোবাসে রান্না করতে ও লোককে খাওয়াতে। সম্পূর্ণ বিপরীত প্রান্তের দুটি মন কিভাবে কাছাকাছি আসবে আর এক হবে সেটাই ধারাবাহিকের ইউএসপি। তবে এখনও পর্যন্ত ‘কথা’ কবে থেকে ও কটায় সম্প্রচারিত হবে তা জানানো হয়নি।
আরও পড়ুনঃ শ্বেতা-সৌমিতৃষা অতীত! দেবের নতুন নায়িকা জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী, দেখুন তো চেনেন কি না?
কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) : গ্রাম থেকে কাজের তাগিদে শহরে এসে চরম বিপদে নায়িক। বাইজি পাড়া থেকে কোনোমতে বেঁচে দৌড় দিতেই নায়কের গাড়ির সামনে ধাক্কা। চেনা পল্ট মনে হলেও গল্পে আছে নতুনত্ব। ‘কোন গোপনে মন ভেসেছে’ এর মধ্যে দিয়েই কামব্যাক করছেন ‘যমুনা ঢাকি’র শ্বেতা ভট্টাচার্য ও ‘গুড্ডি’ খ্যাত রণজয় বিষ্ণু। তাদের দুজনের কেমিস্ট্রি দেখার জন্য উৎসক দর্শকেরাও। কিন্তু নতুন এই মেগার সম্প্রচারের সময় বা দিনক্ষণ কোনোটাই এখন পর্যন্ত প্রকাশ করেনি জি বাংলা।
দ্বিতীয় বসন্ত (Dwitiyo Basanta) : বিয়ের পরে বৌকে ফেলে অন্যত্র সংসার পেতেছে স্বামী। বৌমা না চাইলেও শাশুড়ি চায় বৌমা নতুন করে জীবন শুরু করুক। প্রাপ্ত বয়স্ক মানুষের এই দ্বিতীয় ভালোবাসা খুঁজে পাওয়ার কাহিনীই ফুটে উঠবে এই ধারাবাহিকে। যেখানে রাজদীপ গুহ, সোহানী গুহ রায় থেকে জ্যাসমিন রায়কে দেখা যাবে। শুধু তাই নয়, এই মেগার হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী চুমকি চৌধুরী। তবে সান বাংলার আসন্ন এই সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ বা সময় এপর্যন্ত সামনে আসেনি।