• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দত্ত বাড়িতে তুলকালাম! ধ্যাষ্টামো জেঠুকে টাইট দিয়ে ঘরে এল চয়ন-রুচিরা, সাবাশ পর্ণা বলছে দর্শকেরা

Published on:

Neem Phooler Madhu Parna makes sure Chayan Ruchira get accepted in Dutta Family

সিরিয়ালপ্রেমী অথচ জি বাংলার (Zee Bangla) পর্দায় নিম ফুলের মধু (Neem Phooler Madhu) দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। সৃজন-পর্ণার (Srijan-Parna) কাহিনী নিয়ে শুরু হলেও গল্পে প্রায় প্রতিদিনই থাকছে নতুন চমক। কখনো বাবুউউর মাকে টাইট দিচ্ছে তো কখনো পরিবারকে বাঁচতে প্রাণের বাজি রাখছে পর্ণা। দুর্দান্ত অভিনয়ের জেরে বেশ প্রসংশিতও হচ্ছেন সৃজন রুবেল দাস ও পর্ণা পল্লবী শর্মা। তবে এবার আরও এক তুলকালাম কান্ড ঘটে গেল ধারাবাহিকে।

যাঁরা নিয়মিত দর্শক তারা জানেন, ঈশা আর কৃষ্ণার হাজার চেষ্টা সত্ত্বেও পর্ণাকে ডিভোর্স দিতে না করে দিয়েছে সৃজন। কিন্তু সসম্মানে দত্ত বাড়িতে ফিরেই আবারও চয়নের সাথে মিলে সাংঘাতিক কান্ড ঘটিয়েছে সে। যেটা দেখে বাড়ির সকলেই চমকে গিয়েছে। হ্যাঁ চয়ন আর রুচিরার বিয়ের কথাই বলছি। বাড়িতে মানছে না দেখে পর্ণা নিজে দাঁড়িয়ে থেকে দুজনের বিয়ে দিয়েছে আর বিয়ের পর সোজা দত্ত বাড়িতে হাজির তিন জনেই।

Chayan Ruchira get Married Neem Phooler Madhu

দত্ত বাড়িতে ফিরলে দরজাতেই চয়ন-রুচিরাকে আটকে দেয় সকলে। চয়নের বাবা সাফ জানিয়ে দেয় এই বিয়ে সে মানে না। তাঁর সাথে একমত হয়ে তালে তাল মেলায় সৃজন, সৃজনের মা ও বড়দা সকলেই। পর্ণা বোঝানোর চেষ্টা করলেও  কেউ কিছুতেই দুজনকে বাড়িতে প্রবেশ করতে দিতে রাজি নয়। জ্যেঠু বলে, ‘এসব ধ্যাষ্টামো আমি মানি না। ওকে চলে যেতে বলো। চয়ন ঘরে যায় ভুলে যা যা হয়েছে সব’। এই শুনে পর্ণা ব্রম্ভস্ত্ৰ প্রয়োগের জন্য বলে।

আরও পড়ুনঃ শ্বেতা-সৌমিতৃষা অতীত! দেবের নতুন নায়িকা জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী, দেখুন তো চেনেন কি না?

আসলে এমনটা যে হতে পারে তা পর্ণা আগে থেকেই আন্দাজ করেছিল। তাই প্ল্যানও তৈরী ছিল, সেই মত রুচিরা ও চয়ন নিজেদের মোক্ষম চাল দেয়। চয়ন জানিয়ে দেয়, ‘যে বাড়িতে আমার বৌয়ের সন্মান নেই সেই বাড়িতে আমিও থাকতে চাই না। আমি ইউনিফর্ম আর কয়েকটা ডকুমেন্টস নিয়েই বেরিয়ে আসবো। আমি রুচিরা দুজনেই চাকরি করি, আমরা ছোট্ট করে আমাদের সংসার ঠিকই চালিয়ে নিতে পারব’।

Neem Phooler Madhu Chayan Ruchira enters Dutta House after Getting Married

আরও পড়ুনঃ শিমুলের বিরুদ্ধে গয়না চুরির অপবাদ, তাড়িয়ে দেবে মধুবালা! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

চয়নের মুখে এমন কথা শুনে চমকে যান জ্যেঠু থেকে শুরু করে সৃজন, কৃষ্ণা ঈশারা। এরপর কিছু না বলেই জ্যেঠু ওপরে চলে যায় এত তারপর নতুন দম্পতিকে বরণ করে ঘরে তোলে চয়নের মা। যেটা দেখে ঠাম্মি, পর্ণা ও সৃজনের বাবা খুশি হয়। কিন্তু এসবের মাঝে সৃজনের পর্ণার প্রতি রাগ চরমে ওঠে, যার ফলে হয়তো হানিমুনের প্ল্যান ক্যানসেল হয়ে যেতে পারে। এবার কি হবে সেটাই দেখার অপেক্ষা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥