Neem Phooler Madhu Rubel Das: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। সিরিয়ালটি প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দুর্দান্ত ফল তো করছেই সেই সাথে সম্প্রতি সিরিয়ালের নায়ক সৃজন (Srijan) অভিনেতার রুবেল দাসের (Rubel Das) অ্যাক্সিডেন্টের পর থেকে রয়েছে সংবাদ শিরোনামে। সাম্প্রতি সিরিয়ালে দেখা গিয়েছে, শাড়ি কিনতে গিয়ে তিন্নি রানীর বটু সোনার পাঠানো গুন্ডাদের কাছে মার খেয়ে পায়ে বিশাল চোট পেয়েছে দত্ত বাড়ির ‘বাবুউউ’।
তবে এমনটা শুধু সিরিয়ালে নয় ঘটেছে বাস্তবেও। এই অ্যাকশন দৃশ্য করতে গিয়ে সত্যিই দু’পায়ের দুই গোড়ালিতে চোট পেয়েছেন অভিনেতা রুবেল দাস। ডাক্তার দেখানোর পর তাঁকে দেড় মাসের টানা বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সকলেই জানেন বাংলা সিরিয়ালের প্রধান নায়কের জন্য দেড় মাস তো দূরের কথা তিন দিন ছুটি পাওয়াও একটা বিরাট ব্যাপার। আর রুবেল মানে সৃজন হলেন সিরিয়ালের প্রধান নায়ক।

তাই রুবেল এতদিন শুটিং করতে না পারলে তাঁকে ছাড়া এতদিন সিরিয়াল চালানো সত্যিই একপ্রকার অসম্ভব। কিন্তু সৃজনের পক্ষেও এখনই শুটিং ফ্লোরে আসা সম্ভব না। তবে নিজের নিজের পেশাদারিত্বের সাথেও আপোষ করতে নারাজ অভিনেতা। তাই লকডাউনের সময়ে যেভাবে বাড়িতে বসে সিরিয়ালের শুটিং করা হয়েছিল এবার সেই পথেই হাঁটলেন রুবেল।
তাই আপাতত লকডাউনের মতই বাড়ি বসে শুটিং করছেন রুবেল। প্রসঙ্গত অভিনেতার অ্যাক্সিডেন্টের পর থেকেই সোনা গিয়েছিল রুবেল দুর্ঘটনার মুখে পড়ায় এবার তার পরিবর্তে অন্য কোন নায়ককে আনা হবে। কিন্তু সমস্ত জল্পনা জল ঢেলে এবার সিরিয়ালের শুটিংয়ে ফিরলেন খোদ অভিনেতা নিজেই।
আরও পড়ুনঃ লাবণ্য থেকে দ্যুতি, নেগেটিভ থেকে পজেটিভ হয়েই জনপ্রিয়তা পেয়েছেন এই ৫ টেলি অভিনেত্রী

আরও পড়ুনঃ TRP- র কাছে এবার হার ইয়াং শ্বাশুড়ী ঝিলমিলের! ৭ মাসেই শেষ ‘তোমার খোলা হাওয়া’
আজকের পর্বেই দেখা যাবে বাড়ি বসে শুটিং করছেন তিনি। যদিও ক্যামেরার কারসাজিতে পর্দায় তা বোঝার উপায় নেই। তবে নায়ক না পাল্টানোয় যেন হাঁফ ছেড়ে বাঁচলেন এই সিরিয়ালের সৃজন ভক্তরা। এবার অপেক্ষা রুবেল দাসের সুস্থ হয়ে সিরিয়ালে ফেরার।














