• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP- র কাছে এবার হার ইয়াং শ্বাশুড়ী ঝিলমিলের! ৭ মাসেই শেষ ‘তোমার খোলা হাওয়া’

Published on:

Jhilmil actress Swastika Dutta's reaction on Tmar Khola Hawa's last telecast

টিভি খুললেই এখন নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। তবে এখনকার যে কোনো সিরিয়ালের ক্ষেত্রেই কিন্তু শেষ কথা বলে টিআরপি (TRP)। তাই এই তালিকায় খেল দেখাতে না পারলেই অসময়ে বন্ধ হয়ে যাচ্ছে নতুন পুরনো যে কোনো সিরিয়াল। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)।

আজ থেকে সাত মাস আগে জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করেছিলেন ‘কি করে বলবো তোমায়’ খ্যাত রাধিকা অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের পর্দায় প্রথম সবচেয়ে অল্প বয়সী শাশুড়ি পেয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকরা। আর এই চরিত্রের মধ্য দিয়েই এক নতুন চ্যালেঞ্জও নিয়েছিলেন স্বস্তিকা।

Jhilmil actress Swastika Dutta's reaction on Tmar Khola Hawa's last telecast

কারণ এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন একজন ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে। যার জন্য শুরুর দিকে রীতিমত প্রশিক্ষণ নিতে হয়েছিল অভিনেত্রীকে। শুরুতেই সিরিয়াল টি জি বাংলার পর্দায় রাত সাড়ে নটা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র ধাক্কায় টিআরপি তলানিতে ঠেকতে শুরু করায় এই সিরিয়ালের স্লট বদলে তা পাঠানো হয় দুপুর তিনটের স্লটে।

যদিও দুপুরের স্লটে পাঠানোর পরেও  এই সিরিয়াল থেকে এক প্রকার আগ্রহ হারিয়ে ফেলেন দর্শকরা। যার ফলে বিগত চার মাসেও খুব একটা ভালো টিআরপি দিতে পারেনি তোমার খোলা হাওয়া। আর এবার শোনা যাচ্ছে সাত মাসের মাথাতেই চলতি মাসের শেষেই অর্থাৎ জুলাই মাসেই ঝাঁপি বন্ধ হচ্ছে এই সিরিয়ালের।

Jhilmil actress Swastika Dutta's reaction on Tmar Khola Hawa's last telecast

আর সিরিয়াল শেষ হয়ে যাওয়ার স্বাভাবিকভাবে মন খারাপ পর্দার ঝিলমিল অভিনেত্রী স্বস্তিকার। এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন ‘জুলাইতেই শেষ হচ্ছে তোমার খোলা হওয়া, এখনও শ্যুটিং চলছে অবশ্য।’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের ফাঁকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন পর্দার ঝিলমিল।

সেখানে সিরিয়ালের দুই সহকারী পরিচালক জ্যাকি ও শ্য়ামলের সঙ্গে ছবি দিয়ে স্বস্তিকা লিখেছেন ‘ওরা খুব কেয়ারিং, ওদের দুজনকে মিস করব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥