• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ছোটোলোক’ হয়ে ফিরছে শ্রীময়ী-জুন আন্টি! সিরিয়াল শেষে আবারও জুটি বাঁধছেন ইন্দ্রানী হালদার, ঊষসী

তবে কি ফের শুরু হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ (Sreemoyee)? আপাতত ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার (Indrani Haldar) এবং ‘জুন আন্টি’ ঊষসী চক্রবর্তীর (Ushasie Chakraborty) একসঙ্গে কাজ শুরুর সংবাদ থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে এই জল্পনা। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, ‘শ্রীময়ী’ শুরু হচ্ছে না। বরং এবার একটি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে ছোট পর্দার এই দুই সতীনকে।

টেলিপাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন শ্রীময়ী এবং জুন আন্টি। দুই অভিনেত্রীই এক নামী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ চরিত্র পেলেই তবে কাজ করবেন। তবে এবার শোনা যাচ্ছে, পছন্দ মতো চরিত্র পেয়েছেন দু’জনেই এবং একই সিরিজে পেয়েছেন।

   

Sreemoyee and June Aunty শ্রীময়ী জুন আন্টি

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ইন্দ্রনীল রায়চৌধুরীর আগামী সিরিজ ‘ছোটলোক’এ (Chotolok) ফের একত্র হচ্ছেন ছোট পর্দার শ্রীময়ী এবং জুন আন্টি। ফ্লিক বুক এবং চেরি পিকস মুভিজ প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই সিরিজ সম্প্রচারিত হবে জি৫’এ। সিরিজে ইন্দ্রানীকে এক রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে। অপরদিকে ঊষসী অভিনয় করবেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের চরিত্রে।

আসন্ন এই সিরিজের কাজ যেহেতু এখন প্রাথমিক স্তরে রয়েছে, তাই পরিচালক এই বিষয়ে কিছু বলতে নারাজ। তবে টলিপাড়ায় কিন্তু কাহিনী জানাজানি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, এক যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। আর তার সঙ্গে জড়িয়ে যাবে এক রাজনীতিবিদের ছেলের নাম। তদন্তে নেমে উঠে আসবে অনেক রাঘব বোয়ালের নাম। আর এইভাবেই সিরিজের কাহিনী আস্তে আস্তে ঘনীভূত হবে।

Indrani Haldar

ছবিতে রাজনীতিবিদ ইন্দ্রানীর ছেলের চরিত্রে অভিনয় করবেন গৌরব চক্রবর্তী। পেশায় তিনি ইঞ্জিনিয়ার। পুলিশ অফিসার দামিনী বসু। শোনা যাচ্ছে, গৌরবের স্ত্রীয়ের ভূমিকায় টলিপাড়ার প্রথম সারির এক নায়িকাকে দেখা যাবে।

সম্প্রতি সিরিজ প্রসঙ্গে এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে ইন্দ্রানীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ‘শ্রীময়ী’র খোলস ছেড়ে বেরোতেই কি এই সিরিজ করার সিদ্ধান্ত নিয়েছেন? রাখা হয়েছিল এই প্রশ্নও। অভিনেত্রীর সটান জবাব, ‘অবশ্যই। এটা আমার প্রথম সিরিজ। চরিত্রটা খানিক ধূসর। অভিনয়ের অনেক সুযোগ থাকবে। সেই কারণেই রাজি হয়েছি’।

Indrani Haldar as Sreemoyee

‘জুন আন্টি’ ঊষসীর সঙ্গে ফের এই সিরিজে কাজ করবেন ইন্দ্রাণী। এখানেও কি হিংসা, টানাপোড়েন থাকবে? হাসতে হাসতে অভিনেত্রীর জবাব, ‘আমি আর ঊষসী এক হলেই সবাই এমন কিছুই আন্দাজ করেন। তবে এখনও জানি না কী হতে চলেছে। এটা না হয় একটু রহস্য থাক’। আগামী আগস্ট মাসের শেষ থেকে সিরিজের শ্যুটিং শুরু হবে। কলকাতা এবং মফঃস্বল মিলিয়ে সিরিজের শ্যুটিং হবে।