প্রেমদিবসের দিন জীবনের নতুন ইনিংস শুরু করেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে আইনি বিয়ে সেরেছেন টলিপাড়ার এই তারকা জুটি। আগামী ৬ মার্চ বসবে সামাজিক বিয়ের আসর। বিয়ের পর দেখতে দেখতে ১২ দিন পার হয়ে গেলেও শ্রীময়ীর কাছে এখনও যেন সবটা স্বপ্নের মতো! সমাজমাধ্যমে তাই বিয়ের দিনের নানান মুহূর্তের ঝলক শেয়ার করেই যাচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি যেমন বিয়ের দিনের একান্ত ব্যক্তিগত মুহূর্তের কিছু মিষ্টি ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন কাঞ্চন-ঘরণী। সেখানে কোথাও দেখা যাচ্ছে, রেজিস্ট্রির পর মালাবদল করছেন নবদম্পতি, কোথাও আবার ফুটে উঠেছে নববিবাহিতা স্ত্রীকে জাপটে ধরে অভিনেতার আদর! সোহাগে-আদরে মাখামাখি এমনই বেশ কিছু ভালোবাসায় ভরা মুহূর্তের ছবি প্রকাশ পেল শ্রীময়ীর সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
প্রায় বছর দুয়েক ধরে সংবাদের শিরোনামে রয়েছে কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) সম্পর্ক। এতদিন সবটা পর্দার আড়ালে রাখার পর সম্প্রতি সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দেন টলিপাড়ার (Tollywood) এই চর্চিত জুটি। কাঞ্চন এবং শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটা। অভিনেতার বয়স ৫৩ এবং শ্রীময়ীর বয়স ২৬। বিয়ের পরেও কম কটাক্ষ শুনতে হয়নি মিস্টার অ্যান্ড মিসেস মল্লিককে।
আরও পড়ুনঃ পিয়া অতীত, নামী গায়িকার সাথে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অনুপম রায়! রইল পাত্রীর নাম সহ আসল পরিচয়
সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে শ্রীময়ী বলেন, ‘নাম শুনলে চমকে যাবেন এমন বহু বর্ষীয়ান অভিনেতা আছেন যারা আমায় ফোন করে এক কথা বলেছেন আর কাঞ্চনকে ফোন করে আর এক কথা’। বন্ধ ঘরে চোখের জল ফেলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘শুধু চকচকে রূপটাই আমাদের বিক্রি হয়। ভেতরের আবেগগুলো কেউ দেখে না। ভাবে আমাদের হয়তো পরিবার নেই’।
কাঞ্চন-শ্রীময়ীর আলাপ বহু বছরের। সম্পর্কে আছেনও অনেক দিন হয়ে গেল। এবার বিয়ের পালা। প্রেমদিবসের দিন আইনি বিয়ে সারার পর আগামী ৬ মার্চ সাত পাকে বাঁধা পড়বেন টলিপাড়ার এই সেলেব কাপল। শোনা যাচ্ছে, পার্ক স্ট্রিটের এলাকার একটি পাঁচ তারা হোটেলে বসবে বিয়ের আসর।
আরও পড়ুনঃ বরের সঙ্গে করার সুযোগ হয়নি! বিয়ের পর মাকে নিয়েই এই কাজ করলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী
View this post on Instagram
এই মুহূর্তে বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত মল্লিক এবং চট্টরাজ পরিবার। শ্রীময়ীর কথায়, তিনি যে মিস থেকে মিসেস হয়ে গিয়েছেন তা এখনও বুঝে উঠতে পারেননি। আপাতত বিয়ের প্ল্যানিং নিয়েই ব্যস্ত রয়েছেন হবু বর-কনে। তাঁদের নতুন জীবনে ভালোবাসায় ভরে উঠুক এটাই কামনা অনুরাগীদের।