• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বরের সঙ্গে করার সুযোগ হয়নি! বিয়ের পর মাকে নিয়েই এই কাজ করলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী

Published on:

Sreemoyee Chattoraj goes to date with her mother before social marriage with Kanchan Mullick

আগামী ৬ মার্চ সাত পাকে বাঁধা পড়বেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। মিস থেকে মিসেস অবশ্য আগেই হয়ে গিয়েছেন অভিনেত্রী। প্রেম দিবসের দিন আইনি বিয়ে সেরেছেন টলিপাড়ার (Tollywood) এই তারকাযুগল। এখন শুধু সামাজিক বিয়ের অপেক্ষা। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ডিভোর্স হতেই তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন।

এই মুহূর্তে জোরকদমে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের (Kanchan Sreemoyee Wedding) তোরজোড় চলছে। অভিনেতার এটি তৃতীয় বিয়ে হলেও, শ্রীময়ীর এটি প্রথম। তাই আয়োজনে খামতি রাখতে চায় না দুই পক্ষই। তবে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে দেখে একটু মন খারাপও কাজ করছে অভিনেত্রীর মায়ের মনে। সেই কারণে শনিবার রাতে মাকে একটি সারপ্রাইজ দিলেন তিনি।

Sreemoyee Chattoraj with her mother on a date

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন কাঞ্চন-পত্নী। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানান আপডেটও সমাজমাধ্যমে শেয়ার করেন তিনি। গতকাল মায়ের সঙ্গে ডেটে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেন শ্রীময়ী। ক্যাপশনে লেখেন, ‘বিয়ের পর মায়ের সাথে ডেটে’।

আরও পড়ুনঃ ‘বাবু’ না ‘সোনা’ বিয়ের পর কাঞ্চনকে কি বলে ডাকছেন শ্রীময়ী? নিজেই জানালেন অভিনেত্রী

ভিডিওয় শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘মা বলছে বিয়ের আগেই পরিবর্তন হয়ে গেলি, খুব কাঁদছে। তাই মাকে নিয়ে একটু সিসিডিতে খাওয়াতে এসেছি। বরের সঙ্গে তো প্রেম করার সুযোগ হল না, মায়ের সঙ্গেই এলাম’। বিয়ের আগে মা-মেয়ের একান্ত সময় কাটানোর এই মুহূর্ত বেশ ভালোলেগেছে নেটিজেনদেরও।

Sreemoyee Chattoraj with her mother on a date

প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম সামনে আসে কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কের কথা! সেই সময় অবশ্য এটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন দু’জন। তবে অভিনেতার তৎকালীন স্ত্রী পিঙ্কি ব্যানার্জী (Pinky Banerjee) সেই সময় কাঞ্চন এবং শ্রীময়ীর নামে গুরুতর অভিযোগ এনেছিলেন। দু’জনের বিরুদ্ধে মানসিক হেনস্থা করার অভিযোগ করার পাশাপাশি ‘পরকীয়া’র দাবিও তুলেছিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘আবার বিয়ে করেছে?’ কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের খবর পেতেই বিস্ফোরক প্রথম স্ত্রী অনিন্দিতা

ডিভোর্সের পর হয়তো অতীতের সকল তিক্ততা ভুলতে চান পিঙ্কিও। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমি মন থেকে চাই নবদম্পতি সুখে থাকুক। ওরা ভালো থাক। এতদিন প্রেমের পর ওরা যে সাহসের সঙ্গে বিয়েটা করছে সেই জন্য ওদের দু’জনকে সাধুবাদ। আমিও আমার ছেলেকে নিয়ে ভালো আছি। রোজ রাতে দু’জন মিলে নানান গল্প শুনি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে? আমার মতে ওরাও যেটা করেছে একেবারে ঠিক করেছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥