• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিয়া অতীত, নামী গায়িকার সাথে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অনুপম রায়! রইল পাত্রীর নাম সহ আসল পরিচয়

Published on:

Anupam Roy is going to marry Tollywood singer Prashmita Paul

পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে নতুন জীবন শুরু করেছেন প্রাক্তন স্ত্রী পিয়া। শুভ কাজে আর দেরি করতে চাইছেন না অনুপম রায় (Anupam Roy)। পিয়ার বিয়ের মাস তিনেকের মাথায় ফের বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন গায়ক। হবু স্ত্রী টলিপাড়ার (Tollywood) অতি পরিচিত মুখ। পাত্রের মতো পাত্রীও সঙ্গীতজগতের মানুষ। একাধিক সুপারহিট গান গেয়েছেন তিনি।

পিয়া-অধ্যায় ভুলে গায়িকা প্রশ্মিতা পালের (Prashmita Paul) সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অনুপম। বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে গায়ক বলেন, ‘আশাবাদী বলেই আমি বিয়ে করছি’। জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমাদের দু’জনেরই মনে হয়েছে একে অপরের সঙ্গে আমরা ভালো থাকব। দু’জন দু’জনের জীবনে একটু ভালো করে বাঁচতে পারবো’।

Anupam Roy is going to marry singer Prashmita Paul

কলকাতার মেয়ে প্রশ্মিতা একাধিক বাংলা সিনেমায় গান গেয়েছেন। আওয়ার লেডি ক্যুইন অফ মিশন স্কুল থেকে পড়াশোনা করার পর লরেটো থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। এরপর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কম্পিউটার সায়েন্স থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রশ্মিতা এখনও নিয়মিত তালিম নেন।

আরও পড়ুনঃ ‘বাবু’ না ‘সোনা’ বিয়ের পর কাঞ্চনকে কি বলে ডাকছেন শ্রীময়ী? নিজেই জানালেন অভিনেত্রী

রাজ চক্রবর্তী পরিচালিত ‘বোঝেনা সে বোঝেনা’ ছবিতে গান গেয়ে প্রথমবার লাইমলাইটে উঠে আসেন প্রশ্মিতা। এছাড়াও আরও একাধিক হিট বাংলা সিনেমায় গান গেয়েছেন তিনি। দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘শুধু তোমারই জন্য’ সিনেমায় ‘দেখতে বউ বউ’, ‘বলো দুগ্গা মাইকী’ ছবিতে ‘হতে পারে না’র গান তাঁরই গাওয়া। হবু স্বামী অনুপম রায়ের সুরে ‘হাইওয়ে’র ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটিও প্রশ্মিতাই গেয়েছেন।

Anupam Roy is going to marry singer Prashmita Paul

আরও পড়ুনঃ ছেলে দাঁড়িয়ে দেখবে মায়ের বিয়ে? অরিন্দমের সাথে বিয়ে প্রসঙ্গে অকপট খেয়ালী দস্তিদার

পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রশ্মিতার হাত ধরে ফের অনুরাগের ছোঁয়া লেগেছে অনুপমের জীবনে। জানা যাচ্ছে, আগামী ২ মার্চ আইনি বিয়ে সারবেন টলিপাড়ার এই তারকাজুটি। পাত্র-পাত্রী দু’জনেই সঙ্গীত জগতের নামী মুখ। সুরে সুরে ভরে উঠুক তাঁদের আগামী জীবন এটাই কামনা ভক্তদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥