• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আবার বিয়ে করেছে?’ কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের খবর পেতেই বিস্ফোরক প্রথম স্ত্রী অনিন্দিতা

Updated on:

Kanchan Mallick’s ex wife Anindita Das opens up about his third marriage

‘বিয়ে করলে কাঞ্চন মল্লিককেই করব’, বাবা মায়ের কাছে সাফ বলেছিলেন অনিন্দিতা দাস (Anindita Das)। ‘জনতা এক্সপ্রেস’ দেখেই অভিনেতার অনুরাগী হয়েছিলেন তিনি। পরবর্তীকালে নিজেও অভিনয়ে নাম লেখান। স্বামী কাঞ্চন মল্লিককে (Kanchan Mallick) নিয়ে ভীষণ গর্ব ছিল তাঁর। তবে দুর্ভাগ্যবশত সেই সম্পর্কটা টেকেনি। শ্বশুর-শাশুড়িকে নিয়ে নাকতলার বাড়িতে অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন অনিন্দিতা। তবে ২০০৮ সালের শেষের দিন থেকে দূরত্ব বাড়তে শুরু করেন তাঁদের।

২০১০ সালের আগেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন কাঞ্চন। জন্ম হয় একমাত্র পুত্রের। তবে এখন পিঙ্কিও অতীত। সদ্য অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে আইনি বিয়ে সেরেছেন অভিনেতা। প্রেমদিবসের দিন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Sreemoyee)। সম্প্রতি এই নিয়ে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রথম স্ত্রী অনিন্দিতা।

Anindita Das on Kanchan Mallick and Sreemoyee Chattoraj marriage

কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হতেই অনিন্দিতা হাসতে হাসতে বলেন, ‘তাই? ও আবার বিয়ে করেছে? আচ্ছা, আমি জানতামই না’। প্রাক্তন স্বামী এই নিয়ে তিন নম্বর বিয়ে করলেও অনিন্দিতা আর কোনও বিয়ে করেননি। বাবা-মা এবং পোষ্য বিড়ালকে নিয়েই তাঁর পরিবার। কাঞ্চনের পরপর দু’টো বিয়ে ভাঙা প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট বলেন, ‘আমি এই বিষয়ে খুবই নির্মোহ। আমার কোনও উপলব্ধি নেই। আমার আর কাঞ্চনের যেদিন ডিভোর্স হয়, আমি সেই জায়গাটা থেকে সরে এসেছি। সিম্পল… আমার মনে কিচ্ছু নেই’।

আরও পড়ুনঃ কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স শিলমোহর দিল হাইকোর্ট, খোরপোশ কত? শুনলে মাথা ঘুরে যাবে!

অনিন্দিতা জানান, বিয়ে ভাঙার পর কাঞ্চনের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। অভিনেত্রীর স্পষ্ট কথা, একটা মানুষের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল এবং সেই বিয়ে ভেঙে গিয়েছিল মানে একেবারেই এটা নয় যে তাঁর বর্তমান জীবন প্রসঙ্গে তিনি কোনও আগ্রহ রাখবেন কিংবা কোনও বক্তব্য রাখবেন। তাঁর কথায়, এটা ভীষণ ‘রুড’ ও ‘ভালগার’।

Anindita Das on Kanchan Mallick third marriage

কাঞ্চনের বিষয়ে মন্তব্য প্রসঙ্গে অনিন্দিতা বলেন, ‘আমি কথাই বলব না। আমি ওই ধরণের মানুষই না। তাছাড়া আজকের দিনে দাঁড়িয়ে আমি কাঞ্চনকে ব্যক্তিগতভাবে চিনি না। তাই কোনও বক্তব্য রাখব না’। নিজের সাক্ষাৎকারে অনিন্দিতা এটাও স্পষ্ট করে দেন, কাঞ্চনকে তিনি ঘৃণা করেন না। আসলে তাঁর প্রতি কোনও অনুভূতিই নেই। অভিনেত্রীর কথায়, ‘মানুষটাই তো নেই আমার জীবনে’।

আরও পড়ুনঃ জল্পনাই সত্যি! ৫৩ বছর বয়সে ২৭এর বান্ধবী শ্রীময়ীকেই তৃতীয় স্ত্রী বানালেন কাঞ্চন মল্লিক

প্রসঙ্গত, এই মুহূর্তে নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত অনিন্দিতা। ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালে নায়িকার মায়ের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। অভিনেত্রী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে ফেলার পরেও তাঁকে স্ট্রাগলের সম্মুখীন হতে হয়। অনিন্দিতার কথায়, ‘আমি তো নেপোকিড না। ইন্ডাস্ট্রিতে দূর দূর অবধি আমার কোনও আত্মীয় নেই। তাই প্রত্যেকদিন নানান স্ট্রাগলের সম্মুখীন হই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥