• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রচনা ব্যানার্জীর ‘দিদি নং ১’কে টেক্কা দিতে নতুন শো নিয়ে ফিরছেন শ্রীময়ী ইন্দ্রানী হালদার!

বাংলার টেলিজগতের অন্যতম জনপ্রিয় মুখ ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। সারা বাংলা অবশ্য তাঁকে ‘শ্রীময়ী’ (Sreemoyee) নামেই বেশি চেনেন। সিরিয়াল পাড়া থেকে সিনেমা অভিনয়ের সব শাখায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের হাত ধরেই হয়ে উঠেছিলেন আপামোর বাঙালির ঘরের মেয়ে। এদিকে জনপ্রিয় এই ধারাবাহিকটি শেষ হওয়ার পরে সেইভাবে প্রচারের আলোয় দেখা যায়নি অভিনেত্রীকে।

মাঝে মধ্যেই অবশ্য ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে নতুন কাজ নিয়ে শীঘ্রই পর্দায় ফিরছেন তিনি। তবে ঠিক কবে বা কিভাবে তাকে আবারও পর্দায় দেখা যাবে সেটা জানা যাচ্ছিলো না। একসময় ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni) সিরিয়ালের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। সেই সিরিয়াল শেষ হয়ে গেলেও তাঁর রেশ রয়েছেন এখনও। আজ দর্শকেরা কূট কাচালি সিরিয়ালের ভিড়ে ‘গোয়েন্দা গিন্নি সিজেন ২’ এর জন্য অপেক্ষায় রয়েছেন।

   

শ্রীময়ী,ইন্দ্রানী হালদার,রচনা ব্যানার্জী,দিদি নং ১,নন ফিকশন রিয়্যালিটি শো,Didi No 1,Rachana Banerjee,Indrani Halder,New Reality Show

শ্রীময়ী শেষ হওয়ার পর একাধিকবার শোনা গিয়েছে শীঘ্রই শুরু হবে ‘গোয়েন্দা গিন্নি সিজেন ২’ কিন্তু আদতে সেটা হয়নি। তবে দর্শকদের জন্য একটা খুশির খবর রয়েছে। জানা যাচ্ছে এবার নাকি একেবারে অন্য ভূমিকায় দেখা যেতে পারে ইন্দ্রানী হালদারকে।

ভাবছেন আবারও কোনো সিরিয়াল বা নতুন ধরণের চরিত্র? না একেবারেই না, বরং যেমনটা জানা যাচ্ছে এবার নন-ফিকশন শোয়ের হাত ধরেই ছোটপর্দায় ফিরবেন ইন্দ্রানী হালদার। শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। এই নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন! নেটিজেনদের মতে শ্রীময়ীর সঞ্চালনায় রিয়ালিটি শো হলে সেটা দিদি নং ১ (Didi No 1) কে টেক্কা দিতেই। পারে

শ্রীময়ী,ইন্দ্রানী হালদার,রচনা ব্যানার্জী,দিদি নং ১,নন ফিকশন রিয়্যালিটি শো,Didi No 1,Rachana Banerjee,Indrani Halder,New Reality Show

কারণ বাংলার অন্যতম রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান। সেখানে সঞ্চালিকা হিসাবে এক দশকের বেশি রয়েছেন রচনা ব্যানার্জী। এদিকে ইন্দ্রানী হালদারও বাংলার বুকে যথেষ্ট সফল ও সুপরিচিত। এখন দর্শক মহলে প্রশ্ন ইন্দ্রানীর নয়া ভূমিকা কতটা প্রভাব ফেলবে রচনা ব্যানার্জীর শো’তে। ইতিমধ্যেই নেটিজেনদের অনেকেই বলছে এবার বাংলায় জোর টক্কর হতে চলেছে ।

প্রসঙ্গত, নেটিজেনদের অনুমান কতটা সত্যিই সেই নিয়ে এখনও পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। কারণ ইন্দ্রানী হালদার একটি বেসরকারি চ্যানেল নন-ফিকশন শোয়ের সঞ্চালনা করবেন শুধুমাত্র এই টুকুই জানা গিয়েছে। অভিনেত্রী নিজে অবশ্য এই বিষয়ে কিছুই জানাননি। তবে এইটুকু নিশ্চিত যে, প্রিয় শ্রীময়ীকে ফের পর্দায় দেখার প্রহর গুনছে দর্শকমহল।