• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিচালককে খুশি করতে রাতেও চলছে কাজ, ঘেমে নেয়ে কি করছেন শ্রাবন্তী?

Published on:

Srabanti Chatterjee working Hard for Devi Choudhurani praised by Director Subhrajit Mitra

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) নামটাই যথেষ্ট তাকে চেনার জন্য। সিনেমার দৌলতে জনপ্রিয়তা পেলেও সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নানা বিষয়ে চর্চার অন্ত নেই। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তিন বিয়ে তারপর ডিভোর্স এই সমস্ত নিয়ে হামেশাই আলোচনা চলছেই। যদিও এসবে আর বিশেষ কান দেননা শ্রাবন্তী।

সামনেই পুজো সকলে ব্যস্ত শপিং করতে কিন্তু এসবের মাঝেই শ্রাবন্তী চ্যাটার্জীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মাঝরাতে কোনো এক একটি অব্রি থেকে বেরোচ্ছেন তিনি। অবশ্য এক নন, সাথে ছিলেন অর্জুন চক্রবর্তী ও বিবৃতি চট্টোপাধ্যায়। এতরাতে বেরোতে দেখে স্বাভাবিকভাবেই পাপ্পারাৎজিরা প্রশ্ন করে ব্যাপারটা কি? যার উত্তরে ‘কিছু তো একটা ঘটতে চলেছে’ বুঝিয়ে দিয়েছিলেন তিন।

Srabanti Chatterjee Viral Party Photoshoot

এবার রাতের সেই রহস্য থেকে পর্দা উঠল। ভাবছেন রাতের কেবল কেনাকাটা করে ফিরছিলেন অভিনেত্রী? না বরং শ্রাবন্তীর হাতে ছিল তরোয়াল। অর্জুন চক্রবর্তীর সাথে তরোয়াল প্রাকটিস করছিলেন শ্রাবন্তী। আসলে পরিচালক শুভ্রজিৎ মিত্রের আসন্ন ছবি দেবী চৌধুরানী এ মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সেই কারণেই নিজের সবটুকু দিয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ তলানিতে মা-মেয়ের সম্পর্ক, অহনার মা হিসেবে নিজেকে পরিচয় দিতে নারাজ চাঁদনী!

শ্রাবন্তী চ্যাটার্জীর মতে, ‘এটা আমার জীবনের অন্যতম অধ্যায়। তাই নিজেকে তৈরী করার জন্য সবটুকু দিচ্ছি। এত অভিনয় করলাম, কিন্তু ঘোড়ায় চড়া বা তলোয়ার চালানো হয়নি কখনো। সব ধরে ধরে শিখতে হচ্ছে, কঠিক লাগছে ঠিকই তবে একটা স্বপ্ন দেখতে শুরু করেছি’। অভিনেত্রী আরও জানান, ‘দেবী চৌধুরানী’ শুধুমাত্র একটা ছবি না বরং তার কাছে একটা অস্ত্র। অনেককে অনেক কথার জবাব দেওয়ার আছে এই ছবির মাধ্যমেই।

আরও পড়ুনঃ অস্কারজয়ী অভিনেতার কদর করেনি টলিউড! কোথায় হারিয়ে গেলেন ভিক্টর ব্যানার্জি?

সম্প্রতি পরিচালক নিজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শ্রাবন্তীর চ্যাটার্জীর সাথে কিছু নিয়ে কথা বলছেন তিনি। অভিনেত্রীর পরনে টিশার্ট আর জিম ট্রাউজার, সাথে ছোট্ট করে পনিটেল বাঁধা চুল। ছবি দেখেই বোঝা যাচ্ছে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন তিনি। এমনি ছবি শহরে করে পরিচালক শুভ্রজিৎবাবু লিখেছেন, ‘ভালো ছাত্রী’। এখন অপেক্ষা বড়পর্দায় শ্রাবন্তীর অভিনয় দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥