• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তলানিতে মা-মেয়ের সম্পর্ক, অহনার মা হিসেবে নিজেকে পরিচয় দিতে নারাজ চাঁদনী!

Published on:

Chandni Ganguly doesn’t want to get recognized as Ahona Dutta mother

বেঙ্গল টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘মিশকা’ (Mishka) নামেই বেশি। একডাকে এখন তাঁকে চেনে সবাই। এবার সেই অহনার সঙ্গেই সব সম্পর্ক ছিন্ন করলেন তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়!

অহনা দত্ত এর মা চাঁদনি (Chandni Ganguly) নিজে একজন নামকরা নৃত্যশিল্পী। সোশ্যাল মিডিয়ায় বেশ নামডাক রয়েছে তাঁর। সিঙ্গেল মাদার হিসেবে তাঁর সংঘর্ষের কাহিনীও অনেকে জানেন। ছোট থেকে একাই বড় করেছেন মেয়েকে। তবে এবার সেই সন্তানের থেকেই মুখ ফিরিয়ে নিলেন চাঁদনি! সৌজন্যে অহনার প্রেম জীবন।

Ahona Dutta and Dipankar Ray, Ahona Dutta boyfriend, Ahona Dutta Mishka

‘অনুরাগের ছোঁয়া’য় অভিনয় করতে গিয়েই প্রেমিক দীপঙ্কর রায়ের (Dipankar Ray) সঙ্গে প্রথম আলাপ হয় অহনার। দীপঙ্কর স্টার জলসার এই সিরিয়ালের মেক আপ আর্টিস্ট। তবে শুরু থেকেই মেয়ের এই সম্পর্ক মেনে নিতে পারেনি অহনার মা। চাঁদনির যুক্তি ছিল, দীপঙ্করের আগেও বিয়ে হয়েছে এবং অহনা এখনও ছোট।

আরও পড়ুনঃ অস্কারজয়ী অভিনেতার কদর করেনি টলিউড! কোথায় হারিয়ে গেলেন ভিক্টর ব্যানার্জি?

যদিও মায়ের কোনও ওজরআপত্তিই শোনেননি পর্দার ‘মিশকা’। প্রেমিকের সঙ্গে এখন আলাদা থাকেন তিনি। এই সিদ্ধান্তের জেরে আজ তলানিতে এসে ঠেকেছে অহনা এবং তাঁর মায়ের সম্পর্ক। এবার তাই তাঁকে নিয়ে খবর বের হওয়ায় বেশ বিরক্ত হয়ে গিয়েছেন চাঁদনি। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ জানিয়েছেন, তাঁর ছবি যেন ব্যবহার না করা হয়।

আরও পড়ুনঃ গিনির গয়না কেড়েও শখ মেটেনি, এবার সম্পত্তি চাই রূপের! ফাঁস ‘ইচ্ছে পুতুল’ এর আগাম পর্ব

Ahona Dutta and Dipankar Ray, Ahona Dutta boyfriend, Ahona Dutta Mishka

শুধু তাই নয়, মেয়ের উদ্দেশে বার্তাও দিয়েছেন চাঁদনি। অহনার মা বলেন, ‘এমন নির্লজ্জ মানুষের মা হিসেবে আর নিজেকে দাবি করি না’। প্রসঙ্গত, মা মুখ ফেরালেও প্রেমিককে নিয়ে কিন্তু বেশ সুখেই আছেন অহনা। দিন কয়েক আগে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে পুজো পরিকল্পনা ফাঁস করেন অভিনেত্রী। এই বছরের পুজোটা বিশেষ সেটাও জানিয়েছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র খলনায়িকা।

তবে চাঁদনি এবং অহনার সম্পর্কের এই অবনতিতে বেশ কষ্ট পেয়েছেন তাঁদের অনুরাগীরা। মা-মেয়ের মধ্যেকার এই বিভেদ মিটে যাক এটাই কামনা করছেন সকলে। এবার দেখা যাক, কবে ঠিক হয় তাঁদের এই সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥