শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এমন একজন তারকা যার কর্মজীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেশি। যদিও ব্যক্তিগত জীবনের বিতর্কগুলিকে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী। তিন নম্বর ডিভোর্সের মামলা এখনও মেটেনি, অথচ শ্রাবন্তী নিজের ছন্দে জীবন উপভোগ করছেন। ছেলে এবং তাঁর প্রেমিকার সঙ্গে সদ্য থাইল্যান্ড থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী। এরপরেই পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিলেন নায়িকা।
টলিপাড়ার (Tollywood) ‘দেবী চৌধুরানী’ সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সংক্রান্ত নানান আপডেট সেখানেই শেয়ার করেন তিনি। অনুরাগীদের সঙ্গে যোগাযোগও রাখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। এবার সেখানেই ছবি শেয়ার করে পরিবারে খুদে সদস্য আসার সুখবর দিলেন তিনি।

শ্রাবন্তীর পোষ্যপ্রেমের কথা কমবেশি সকলেই জানেন। বিশেষত সারমেয় ভীষণ পছন্দ করেন তিনি। এবার একটি পুঁচকে হাস্কি ছানাকে (Husky Puppy) নিজের পরিবারে স্বাগত জানালেন অভিনেত্রী। সেই খুদে কুকুরছানার নাকে নাক রেখে ছবি শেয়ার করে শ্রাবন্তী লেখেন, ‘আমায় রূপকথার পরিবারে তোমায় স্বাগত জানাই’।
আরও পড়ুনঃ সত্যিই অমানুষ! স্বামী হয়ে শিমুলকে বিষ দিল পরাগ, টিভির আগেই ফাঁস আজকের ‘তোলপাড়’ করা পর্ব

আরও পড়ুনঃ বধূবরণের পরেও নীলের থেকে চিরতরে মুখ ফেরালো মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র টানটান উত্তেজনার পর্ব
যদিও এই প্রথম নয়, এর আগে ২০২০ সালেও একটি হাস্কি ছানাকে নিজের পরিবারে স্বাগত জানিয়েছিলেন শ্রাবন্তী। সেই সময় তৃতীয় স্বামী রোশনের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। দু’জন মিলে সেই পুঁচকে কুকুরখানার নাম দিয়েছিলেন ‘ট্রিক্সি’। রোশনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর পুত্র অভিমন্যু এবং চার পোষ্যকে নিয়ে সংসার অভিনেত্রীর। এবার সেই ‘রূপকথার পরিবারে’ই এন্ট্রি হল আর এক নতুন সদস্যের।
View this post on Instagram
শ্রাবন্তী কাজের নিরিখে বলা হলে, সদ্য ‘ডান্স বাংলা ডান্স’র শ্যুটিং শেষ করেছেন তিনি। এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’র কাজ নিয়ে ব্যস্ত। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবির জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন টলি সুন্দরী। ঘোড়সওয়ারি থেকে শুরু করে তলোয়ার চালানো সব কিছু শিখছেন তিনি। ‘দেবী চৌধুরানী’ ছাড়াও শ্রাবন্তীর হাতে এই মুহূর্তে ‘বাবুসোনা’ এবং ‘আমি আমার মতো’ রয়েছে।














