• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রাবন্তীর থেকেও বেশি সুন্দরী! নতুন বউকে আগলে ছবি শেয়ার করলেন প্রাক্তন স্বামী কৃষাণ ব্রজ

Published on:

Srabanti Chatterjee ex husband Krishan Vraj marries Arshiya Sinha

পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে ভাঙার পর সুপারমডেল কৃষাণ ব্রজকে (Krishan Vraj) বিয়ে করেছিলেন টলি সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তবে সেই বিয়ে খুব বেশিদিন টেকেনি। কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। কৃষাণের সঙ্গে ডিভোর্সের পর তৃতীয়বার বিয়ে করেছিলেন নায়িকা। তবে সেই বিয়েও ভেঙে যায়। এবার অতীত ভুলে, কৃষাণও দ্বিতীয় বিয়ে করে ফেললেন।

গত বছর পরিবারের পছন্দ করা মেয়ের সঙ্গে বাগদান সেরেছিলেন কৃষাণ। চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুতেই সাত পাকে বাঁধা (Marriage) পড়লেন দু’জনে। কৃষাণের দ্বিতীয় স্ত্রীর নাম আর্শিয়া সিনহা (Arshiya Sinha)। গত ১ ফেব্রুয়ারি বিয়ে করেছেন কৃষাণ এবং আর্শিয়া। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী।

Srabanti Chatterjee ex husband Krishan Vraj gets married

বিয়ের দিন সাদা রঙের পোশাকে সেজেছিলেন কৃষাণ-আর্শিয়া। কৃষাণ পড়েছিলেন সাদা রঙের শেরওয়ানি। অপরদিকে নববধূর পরনে ছিল সোনালি জরির কাজ করা সাদা রঙের শিফন শাড়ি। সেই সঙ্গেই মাথায় লাল ওড়না, হিরের গয়না, হাতে চূরা আর মাথায় বিয়ের মুকুট।

আরও পড়ুনঃ ঘনিষ্ট দৃশ্যে শ্যুট করতে গিয়ে কেলেঙ্কারি! অগ্নিভর সঙ্গে রোম্যান্স করতে গিয়ে কোথায় চোট পেল কথা?

গত সপ্তাহে চার হাত এক হলেও মঙ্গলবার ছবি শেয়ার করে অনুরাগীদের সুখবর দেন কৃষাণ। ক্যাপশ্নে লিখেছেন, ‘আমার চিরন্তন ভালোবাসা, শেষ নিঃশ্বাস অবধি…’। জানা গিয়েছে, বেলভেডিয়ার পার্কে বসেছিল কৃষাণ-আর্শিয়ার বিয়ের আসর। পরিবার-পরিজন এবং কছের মানুষদের উপস্থিতিতে জীবনের নতুন ইনিংস শুরু করেন দু’জনে।

Srabanti Chatterjee ex husband Krishan Vraj gets married

প্রসঙ্গত, একটা সময় শ্রাবন্তী-কৃষাণের প্রেম নিয়ে বিস্তর চর্চা হতো টলিপাড়ায়। রাজীবের সঙ্গে ডিভোর্সের পর এই সুপারমডেলের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন অভিনেত্র। মুম্বইয়ে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে প্রথম আলাপ দু’জনের। এরপর প্রেম, তারপর বিয়ে। ২০১৬ সালে ছেলে ঝিনুককে পাশে নিয়েই দ্বিতীয় বিয়ে করেছিলেন শ্রাবন্তী।

আরও পড়ুনঃ বিবাহবার্ষিকীতে সেরা উপহার, নতুন মা পেল জগদ্ধাত্রী! কৌশিকীর কান্ড দেখে প্রশংসা দর্শকদের

তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই চিড় ধরে শ্রাবন্তী- কৃষাণের সংসারে। বিয়ের পরেই বছরই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন এই তারকাদম্পতি। প্রায় দু’বছর চলে সেই মামলা। এরপর ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদে শিলমোহর দেয় আলিপুর আদালত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥