• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলি থেকে টলি সবাই ব্যর্থ, বাংলার রত্ন খুঁজে ‘আনন্দমঠ’ নিয়ে ছবি তৈরী করছে দক্ষিণী ইন্ডাস্ট্রি

বিনোদনের কথা উঠলে সবার আগে মাথায় আসে সিনেমার (Cinema) কথা, সেটা বাংলা হোক বা হিন্দি। একসময় দুর্দান্ত সমস্ত টলিউড (Tollywood) থেকে বলিউডের (Bollywood) ছবি উপহার পেয়েছেন দর্শকেরা। তবে সম্প্রতিকালে বলিউড বা টলিউডের অবস্থা খুব একটা ভালো নয়। কারণ একাধিক সিনেমা রিলিজ করলেও সিনেমা হলের থেকে একপ্রকার মুখ ফিরিয়েছেন দর্শকেরাই। সোশ্যাল মিডিয়াতে প্রায়শই বয়কট (boycott) ট্রেন্ড ভাইরাল হতে দেখা যাচ্ছে।

তবে যেখানে বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যর্থ দর্শকদের মন জিতে নিতে সেখানে দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Indian Film Industry) একেরপর এক ছবি ব্যাপক সাফল্য পাচ্ছে। এর কারণ হিসাবে বিশেষজ্ঞদের দাবি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাহিনীকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে অতীতের ও পৌরাণিক কাহিনী সাথে দুর্দান্ত ভিএফএক্সের জেরে ছবির সাফল্য বেড়ে  যায় আরও অনেকগুন।

   

bankim chandra chattopadhyay

এবার জানা যাচ্ছে বাংলার গর্ব সাহিত‍্যসম্রাট বঙ্কিমচন্দ্র (Bankim Chandra Chatterjee) রচিত ‘আনন্দমঠ’ (Anandamath) উপন্যাস নিয়ে ছবি তৈরী করতে চলেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। এই উপন্যাসের ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথেও সম্পর্ক রয়েছে। ব্রিটিশ রাজ চলাকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একপ্রকার যুদ্ধের ডাক দিয়েছিল বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস।

শুধু তাই নয়, এই ছবিতেই প্রথম ‘বন্দে মাতরম’ ধ্বনি উচ্চারিত হয়েছিল। তাই বাঙালি তথা প্রতিটা ভারতীয়র কাছেই এই উপন্যাস গর্বের। এবার সেই কাহিনীই পর্দায় তুলে ধরতে চলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। এবছরের ৮ এপ্রিল সাহিত‍্যসম্রাট বঙ্কিমচন্দ্রের ১২৮ তম মৃত্যু বার্ষিকীতেই ছবি তৈরির ঘোষণা করা হয়। পর্দায় ছবির নাম হতে চলেছে, ‘১৭৭০’।

বিশেষ এই ছবির জন্য চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন বিখ্যাত চিত্রনাট্য লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ (K V Vijayendra Prasad)। ইনিই বাহুবলি, বজরঙ্গি ভাইজান এর মত একাধিক সুপারহিট সিনেমার চিত্রনাট্য লিখেছেন। তাছাড়া বিখ্যাত দক্ষিণী পরিচালক রাজামৌলির বাবা হলেন বিজয়েন্দ্র প্রাসাদ। তাহি ছবিটি যে দর্শকদের মনে দাগ কাটতে চলেছে সেটা এখন থেকেই আঁচ করা যাচ্ছে।

Bankim Chandra Chatterjee Anandamath Novel will be made as Film

প্রসঙ্গত, ছবিটি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তৈরী হলেও একাধিক ভাষায় রিলিজ হবে। বাংলার উপন্যাস থেকে অনুপ্রেরণা নেওয়ার দরুন বাংলা তো থাকছেই পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু,মালায়ালম ও কন্নড় ভাষায় রিলিজ করা হবে এই ছবিটি। ইতিমধ্যেই ছবির বিভিন্ন চরিত্রের জন্য অভিনেতা অভিনেত্রীদের বাছাইপর্ব চলছে। আগামী দশেরার আগেই সেটা সম্পূর্ণ করা হবে। এরপর দিওয়ালির কাছাকাছি জানা যাবে ঐতিহাসিক এই ছবিতে কাদের দেখা যাবে।

K V Vijayendra Prasad will write film story on Bankim Chandra Chatterjee's Anandamath

আসন্ন এই ছবি প্রসঙ্গে বিখ্যাত চিত্রনাট্যকর জানিয়েছেন, ‘সত্যি বলতে আমার মনে হয়নি যে এ প্রজন্মের উপন্যাসের বিষয়বস্তুর সাথে এতটা একাত্ম্য হতে পারবো বলে। তবে যখন আমি কথা বলি ও ছবির দৃষ্টিভঙ্গি জানতে পারি তখন বুঝতে পারি এই ছবির দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। বাণিজ্যিক তো বটেই মানুষের ভাবাবেগের সাথেও যোগ রয়েছে এই ছবির কাহিনীতে।