• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয়তায় টেক্কা দেবেন অমিতাভ বচ্চনকেও! ‘গদর ২’ ছবিতে ভিলেন হচ্ছেন এই বলি তারকা

Published on:

This Bollywood actor will take Amrish Puri’s place in Gadar 2

বলিউডের (Bollywood) বহু প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি হল সানি দেওলের (Sunny Deol) ‘গদর ২’ (Gadar 2)। প্রায় দু’দশক পরে বড়পর্দায় ফিরতে চলেছে তারা সিং এবং সাকিনা। ব্লকবাস্টার ‘গদরঃ এক প্রেম কথা’র (Gadar: Ek Prem Katha) গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে চলেছে ‘গদর ২’র কাহিনী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির ট্রেলার।

‘গদর’ ছবিতে যে যে তারকাকে দেখা গিয়েছিল, সিক্যুয়েলে তাঁদের প্রত্যেকের দেখা মিলবে। তবে একটি ছোট বিষয় এই ছবিকে আরও বেশি স্পেশ্যাল করে তুলেছে। সেটি হল সিনেমার খলনায়ক। কারণ প্রথম ছবিতে ভিলেন (Villain) হিসেবে দেখা মিলেছিল কিংবদন্তি অমরীশ পুরীকে (Amrish Puri)। কিন্তু সেই অভিনেতা প্রয়াত হয়েছেন। তবে তাঁর মৃত্যুর পর কাকে দেখা যাবে সিক্যুয়েলে?

Gadar 2, Gadar 2 villain, Amrish Puri

‘গদরঃ এক প্রেম কথা’য় আশরাফ আলি চরিত্রে অভিনয় করেছিলেন অমরীশ। তাঁর জায়গা নেওয়া একেবারেই সহজ নয়। কারণ তিনি একজন কিংবদন্তি অভিনেতা। তাই শোনা যাচ্ছে, আশরাফ আলি চরিত্রটিকে সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘গদর ২’তে খলনায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা মনীশ বাধবাকে (Manish Wadhwa)। তারা, সাকিনা এবং তাঁর পরিবারের জীবনে ঝড় তুলতে দেখা যাবে তাঁকে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির আইকনিক ছবিগুলির মধ্যে একটি হল ‘গদরঃ এক প্রেম কথা’। ২০০১ সালে রিলিজ করেছিল সেই সিনেমা।

আরও পড়ুনঃ ঠুনকো সম্পর্কের যুগের রোমিও-জুলিয়েট! এক নারীর প্রেমেই মগ্ন এই বলি তারকারা

Manish Wadhwa, Gadar 2 villain

আরও পড়ুনঃ সামান্য দর্জি থেকে বলিউড সিঙ্গার, কোথায় হারিয়ে গেলেন ‘তিরছি টোপিওয়ালে’ গানের গায়ক?

‘গদরঃ এক প্রেম কথা’ রিলিজের প্রায় ২২ বছর পর মুক্তি পেতে চলেছে ‘গদর ২’। তারা এবং সাকিনার বেশে সানি এবং আমিশাকে দেখে নস্ট্যালজিক হয়ে পড়েছেন দর্শকরা। আপাতত ছবি রিলিজের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সকলে।

প্রসঙ্গত, ১৯৭১ সালে দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘গদরঃ এক প্রেম কথা’। তারা এবং সাকিনার প্রেমকাহিনী দেখে চোখে জল এসে গিয়েছিল দর্শকদের। তাঁদের ছেলে হিসেবে দেখা মিলবে অভিনেতা উৎকর্ষ শর্মার। এছাড়া প্রথম সিনেমার মতো দ্বিতীয় ভাগটিও পরিচালনা করেছেন অনিল শর্মা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥