• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ে ক্রিকেটারের সঙ্গে প্রেম করলে মেনে নেবেন? জবাবে চমকে দিলেন ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি

আট থেকে আশি, সকলের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি হলেন বাংলার গর্ব, বাঙালির আবেগ। যে কাজে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন সৌরভ। সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে তাই চর্চা-আলোচনাও লেগেই থাকে। যদিও শুধুমাত্র তাঁর কর্মজীবন নয়, সৌরভের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর আগ্রহ সাধারণ মানুষের।

সৌরভের স্ত্রী ডোনা একজন নামী নৃত্যশিল্পী। মাঝেমধ্যেই দেশে-বিদেশের নানা প্রান্তে শো করেন তিনি। অপরদিকে ‘মহারাজ’র কন্যা সানা গাঙ্গুলী (Sana Ganguly) এই মুহূর্তে লন্ডন থেকে পড়াশোনা করছেন। সদ্য স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানের দিন মেয়ের সঙ্গে দেখা করতে লন্ডন উড়ে গিয়েছিলেন সৌরভ এবং ডোনা।

   

Sourav Ganguly family, Sourav Ganguly Dona Ganguly Sana Ganguly

‘দাদাগিরি’ সঞ্চালক যে মেয়ে অন্ত প্রাণ সেকথা কমবেশি সকলেই জানেন। সানা হলেন মা-বাবার নয়নের মণি। সম্প্রতি তাঁকে নিয়ে কথা বলতে গিয়েই খানিক হোঁচট খান ‘দাদা’। সৌরভকে জিজ্ঞেস করা হয়েছিল, সানা যদি কখনও কোনও ক্রিকেটারের (Cricketer) প্রেমে পড়েন, তাহলে কি আপনি সেই সম্পর্ক মেনে নেবেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়েই কিছুটা হোঁচট খেতে দেখা যায় ‘দাদা’কে।

আরও পড়ুনঃ তিন বছরেই ভাঙ্গনের পথে সংসার? সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পর্দার ‘লালন’ ইন্দ্রাশিস

সৌরভ বলেন, শুরুতেই তো দেখছি বাউন্সার দিচ্ছ । এই প্রশ্নের জবাব আমি পরে দেব। এরপর বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন ‘দাদাগিরি’ সঞ্চালক। প্রিয় অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চনের নাম নেওয়া থেকে শুরু করে প্রিয় খাবার আলু পোস্ত- নিজের বিষয়ে এমনই নানান অজানা তথ্য তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ সত্যিই দিদি নম্বর ১! জন্মদিনে রচনার সেলিব্রেশনের ভিডিও দেখে ধন্য ধন্য করছে নেটিজেনরা

Sourav Ganguly family, Sourav Ganguly Dona Ganguly Sana Ganguly

একাধিক প্রশ্নের জবাব দেওয়ার পর সানার প্রেম জীবন নিয়ে করা প্রশ্নের উত্তর দেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক জানান, তাঁর মেয়ে যদি কখনও কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়ায় তাহলে তাতে তাঁর কোনও অসুবিধা নেই।

প্রসঙ্গত, সৌরভের সতীর্থ সচিন তেন্ডুলকরের মেয়ে সারা একজন ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন বলে খবর। অতীতে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শুভমন গিলের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। মাঝে দু’জনের ব্রেক আপের খবর পাওয়া যায়। এখন ফের শোনা যাচ্ছে, এক ক্রিকেটারকে মন দিয়েছেন সারা। সচিনের মেয়ের মতো সানাও ভবিষ্যতে কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়ান কিনা সেটাই দেখার।