• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই দিদি নম্বর ১! জন্মদিনে রচনার সেলিব্রেশনের ভিডিও দেখে ধন্য ধন্য করছে নেটিজেনরা

Updated on:

Rachana Banerjee birthday celebration on Didi No 1 Stage Viideo Viral

টলিউডের একসময়কার জনপ্রিয় নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এখন ছোটপর্দার পরিচিত মুখ। জি বাংলার রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ (Didi No 1) সঞ্চালনা করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, রচনার শোয়ে রোজ খেলতে আসেন একাধিক মহিলা। প্রত্যেকে নিজেদের জীবন সংগ্রামের কাহিনী শোনান দর্শকদের। সম্প্রতি এমনই কিছু দিদির সঙ্গে নিজের জন্মদিন (Birthday) পালন করলেন রচনা।

২ অক্টোবর ছিল ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকার জন্মদিন। দেখতে দেখতে জীবনের ৪৯টি বসন্ত পার করে ফেললেন তিনি। গতকাল তাই ধুমধাম করে ‘দিদি নম্বর ১’র সেটে জন্মদিন উদযাপন হয়েছে রচনার। সেই বার্থডে সেলিব্রেশনে (Rachana Banerjee Birthday) রচনা এবং ‘দিদি নম্বর ১’ টিমের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রম থেকে আসা বেশ কয়েকজন বৃদ্ধা এবং গায়ক অনীক ধর।

Rachana Banerjee birthday celebration in Didi No 1 set

শ্যুটিংয়ের মাঝেই সকলের সঙ্গে কেক কেটে নিজের ৪৯তম জন্মদিন পালন করেন রচনা। সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকার বার্থডে সেলিব্রেশনের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রচনার মাথায় রয়েছে বার্থডে গার্লের টুপি। অনীক থেকে শুরু করে শোয়ের প্রতিযোগী- সকলকে সঙ্গে নিয়ে কেক কাটতে দেখা যায় তাঁকে।

Rachana Banerjee birthday celebration in Didi No 1 set

এরপর ক্যামেরার সামনে এসে বৃদ্ধাশ্রমের বৃদ্ধারা একে একে রচনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ‘দিদি নম্বর ১’র বার্থডে স্পেশ্যাল এপিসোডে তাঁরা প্রতিযোগী হিসেবে এসেছিলেন। সেটে যে রচনার জন্মদিন উদযাপন করা হবে সে বিষয়ে হয়তো কেউই জানতেন না। তবে সেই সেলিব্রেশনের অংশ হতে পেরে খুশি হয়েছেন প্রত্যেকে।

জি বাংলার শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। প্রতিযোগী হিসেবে ‘দিদি নম্বর ১’এ খেলতে আসা বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের সঙ্গে রচনার জন্মদিন সেলিব্রেশনের ঝলক দেখে মন ছুঁয়ে গিয়েছে প্রত্যেকের। সেই জন্য ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥