• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্রিকেটের পর ব্যবসাতেও দাদাগিরি! কোথায় তৃতীয় কারখানা খুললেন সৌরভ গাঙ্গুলি জানেন?

Sourav Ganguly Business : ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর নানান ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। কখনও তাঁকে দেখা গিয়েছে সিএবি (CAB), বিসিসিআইয়ের (BCCI) সভাপতি হিসেবে, কখনও আবার ‘দাদাগিরি’র (Dadagiri) সঞ্চালক হিসেবে। তবে ভূমিকা যাই হোক না কেন, সবেতেই সাফল্য পেয়েছেন ‘দাদা’। এবার সেই সৌরভই শিল্পপতি (Businessman) হিসেবে ধরা দিলেন।

প্রাক্তন ভারত অধিনায়ক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে স্পেনে রয়েছেন। সেখান থেকেই নতুন কারখানা তৈরির কথা ঘোষণা করেন সৌরভ। তিনি জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে (Salboni) ইস্পাত কারখানা (Factory) তৈরি করছেন। সেই সঙ্গেই ‘মহারাজা’ জানিয়েছেন, শিল্পপতি হিসেবে এটি তাঁর প্রথম উদ্যোগ নয়। এছাড়াও আরও দুটি কারখানা রয়েছে তাঁর।

   

Sourav Ganguly, Sourav Ganguly factory

সৌরভ বলেন, ‘২০০৭ সাল থেকে আমার এক বন্ধুর সঙ্গে আমি এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। প্রথমে আসানসোল, এরপর পাটনার কারখানা খুলেছি। এবার শালবনীতে তৃতীয় প্রোজেক্ট শুরু হবে। অনেকেই হয়তো এটা জানেন না। আমি খেলে বেড়াতাম। আমার বন্ধু সব কিছু সামলাতো’।

আরও পড়ুনঃ ‘বাবার নাম দিয়ে বেশি দিন নয়, নিজেকে প্রমাণ করতে হয়’, মেয়ে কোয়েলকে নিয়ে অকপট রঞ্জিত মল্লিক

Sourav Ganguly Factory

শালবনীতে কারখানা খোলা প্রসঙ্গে সৌরভ বলেন, এই জায়গাটা বড়। সবকিছু এক জায়গায় পেয়ে যাব। অনেকদিন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এই বিষয়ে আমার মমতাদি, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবন বন্দনা ম্যাডাম ভীষণ সাহায্য করেছেন। ‘মহারাজ’ জানিয়েছেন, শালবনীর এই কারখানায় প্রথমে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এখানে কর্মসংস্থান হবে প্রায় ৬০০০ মানুষের। পরেও আরও ৫০ শতাংশ মানুষ এখানে কাজ পাবেন।

আরও পড়ুনঃ উঠতে দেখলেই লোকে টেনে নামায়! সকলের সামনেই চোখে জল, বন্ধ হচ্ছে স্মার্ট নন্দিনী দিদির ভাতের হোটেল?

Sourav Ganguly, Sourav Ganguly factory

Sourav Ganguly as Businessman

এখন প্রশ্ন উঠতেই পারে, খেলা ছেড়ে কেন আচমকা শিল্প জগতে পা রাখলেন সৌরভ? সেই উত্তরও দিয়েছেন সকলের প্রিয় ‘দাদা’। তিনি বলেন, ‘এটি যুব সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজ যত বাড়বে, ততই বাড়বে সুযোগ। যুব সমাজও এই রাজ্যে থেকেই কাজের সুযোগ পাবে। কাজের জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না’।