• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তুলতে কোমর দোলাচ্ছেন দাদা! ‘দাদাগিরি’তে সৌরভের নাচের ভিডিও দেখে প্রশংসা নেটিজেনদের

বাইশ গজ কাঁপিয়ে এখন টেলিভিশনের পর্দায় ছক্কা হাঁকাচ্ছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ‘মহারাজ’ সঞ্চালিত ‘দাদাগিরি’র (Dadagiri) জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। সদ্য সম্প্রচার শুরু হয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজনের। গত ৬ অক্টোবর ছিল গ্র্যান্ড ওপেনিং। এবার সেই শোয়েই একেবারে খোশমেজাজে দেখা গেল ‘দাদা’কে। অস্কারজয়ী ‘নাটু নাটু’ (Naatu Naatu) গানে কোমর দোলালেন তিনি।

ব্যাট হাতে সৌরভকে ছক্কা হাঁকাতে বহুবার দেখেছেন অনুরাগীরা। তবে তাঁকে কোমর দোলাতে খুব কম মানুষই দেখেছেন। এবার সেই বিরল দৃশ্যেরই সাক্ষী থাকলেন দর্শকরা। ‘দাদাগিরি’র সৌজন্যে সৌরভের ডান্স পারফরম্যান্সও দেখে নিলেন প্রত্যেকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

   

Sourav Ganguly, Sourav Ganguly dance on Naatu Naatu

এস এস রাজামৌলী পরিচালিত ব্লকবাস্টার ‘আরআরআর’ ছবির গান হল ‘নাটু নাটু’। গোল্ডেন গ্লোব থেকে শুরু করে অস্কার- একাধিক সম্মানীয় পুরস্কার জিতেছে এই গান। সেই সঙ্গেই বিশ্বদরবারে উজ্জ্বল করেছে ভারতের নাম। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ- এই গানে কোমর দুলিয়েছেন অনেকেই। এবার সেই তালিকাতেই যুক্ত হল স্বয়ং সৌরভ গাঙ্গুলীর নাম।

আরও পড়ুনঃ দীপাকে মারতে নতুন ফন্দি! তান্ত্রিক সাজে হাজির মিশকা, টিভির আগেই ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

‘দাদাগিরি’ সিজন ১০’র প্রথম পর্বে এই বিরল দৃশ্যের সাক্ষী থাকেন দর্শকরা। সবার সামনেই অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানে ঠুমকা লাগাতে দেখা যায় সৌরভকে। ‘দাদাগিরি’র এই পর্ব দারুণ ভালোলেগেছে দর্শকদের। সেই সঙ্গেই সৌরভের ব্যক্তিত্বের এই অচেনা দিক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

আরও পড়ুনঃ বাপ্পি লাহিড়ীর নাতিকে নিয়ে বিরাট ঘোষণা! ‘ড্রামা কুইন’ রাখির কান্ড দেখে রাগে ফুঁসছে নেটিজেনরা

Sourav Ganguly, Sourav Ganguly dance on Naatu Naatu

এদিকের পর্বে আবার এক প্রতিযোগীরা করা ‘গুগলি’র সম্মুখীনও হন সৌরভ। সংশ্লিষ্ট প্রতিযোগী ‘মহারাজ’কে জিজ্ঞেস করেন, জামাই হিসেবে তিনি বেশি ভালো নাকি বৌমা হিসেবে ডোনা? উত্তর স্বভাবোচিত ভঙ্গিতে সৌরভ বলেন, ‘দাদার থেকে ভালো আর কেউ হতে পারে না’।

‘দাদাগিরি’র আসন্ন পর্বে আবার কচিকাঁচাদের দেখা যাবে সৌরভের শোয়ে। সেখানে একজন প্রতিযোগী আবার হাত গণনা করবে সৌরভের। সেই খুদেকে মজার ছলে সৌরভ জিজ্ঞেস করবে, তার দ্বিতীয় বিয়ের কোনও সম্ভাবনা আছে কিনা? উত্তরে সে বলে, ‘হতেও পারে’। সেই জবাব শুনেই হাসিতে ফেটে পড়েন ‘দাদা’।