• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৫ লক্ষের প্রতারণা! সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’ বিরুদ্ধে বিস্ফোরক ‘সিজেন ৯’ বিজেতা মইনুদ্দিন

Updated on:

Sourav Ganguly Dadagiri winner Moinuddin made allegation to the show

‘দাদাগিরি’র সিজন ৯ (Dadagiri) বিজেতা মইনুদ্দিনকে নিশ্চয়ই মনে আছে? বীরভূমের এই দৃষ্টিহীন প্রতিযোগী নিজের জ্ঞানের ভাণ্ডারের মাধ্যমে মুগ্ধ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সহ গোটা বাংলাকে। তবে এবার তিনিই মুখ খুললেন ‘দাদাগিরি’র বিরুদ্ধে। জি বাংলার (Zee Bangla) এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

প্রত্যেক বছর সবকটি জেলার বিজেতাদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত প্রতিযোগীদের নিয়ে বসে ফাইনালের আসর। নবম সিজনে সবাইকে টেক্কা দিয়ে বিজেতার ট্রফি জিতেছিলেন মইনুদ্দিন (Moinuddin)। সেই সঙ্গেই পেয়েছিলেন দুর্দান্ত এক উপহার। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে করেছিলেন সেই ঘোষণা।

Dadagiri season 9 winner Moinuddin made allegations against the show

টিএমটি বার প্রস্তুতকারী ‘দাদাগিরি’র এক স্পনসর সংস্থার তরফ থেকে মইনুদ্দিনকে পশ্চিমবঙ্গের যে কোনও জেলায় ১৫ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এত বড় পুরস্কার পেয়ে আনন্দে ভরে উঠেছিল মইনুদ্দিনের মন। তবে দেখতে দেখতে এত দিন কেটে গেলেও প্রতিশ্রুতি মতো কোনও পুরস্কার পাননি তিনি।

আরও পড়ুনঃ ‘বাঘা যতীন’র পর মহানায়ক, সত্যজিৎ রায়ের ছবির রিমেকে উত্তম কুমার হচ্ছেন দেব!

সম্প্রতি বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়টি জনসমক্ষে এনেছেন। মইনুদ্দিনের ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এ কেমন দাদাগিরি? এখনও পুরস্কার হিসেবে ১৫ লাখ টাকা ফ্ল্যাট দাদাগিরি সিজন ৯ গ্র্যান্ড ফিনালে জয়ী মইনুদ্দিনকে দেয়নি ক্যাপ্টেন টিএমটি রাস্টগার্ড। তাহলে কোটি কোটি বাঙালির সামনে সেই পুরস্কার ঘোষণা করার মানেটা কী?’

আরও পড়ুনঃ নজরুলগীতি নিয়ে ছিনিমিনি! ‘কারার ওই লৌহ কপাট’ বিতর্কে এ আর রহমানকে ধুয়ে দিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী

Dadagiri season 9 winner Moinuddin made allegations against the show

প্রতিশ্রুতি অনুযায়ী মইনুদ্দিনের ফ্ল্যাট না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রবল বিতর্কে জড়িয়েছে ‘দাদাগিরি’র নাম। এত বড় অভিযোগের প্রত্যুত্তরে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ‘দাদাগিরি’ নির্মাতা কিংবা সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সদ্য পথচলা শুরু হয়েছে ‘দাদাগিরি’ সিজন ১০’এর। শুরু থেকেই টিআরপি তালিকায় খেল দেখাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শো। ইতিমধ্যেই অতিথি হিসেবে একাধিক জনপ্রিয় তারকাকে হাজির হতে দেখা গিয়েছে ‘দাদাগিরি’র চলতি সিজনে। চলতি সপ্তাহে যেমন বাংলা টেলি দুনিয়ার একাধিক জনপ্রিয় অভিনেত্রীরা খেলতে আসবেন সৌরভের শোয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥