• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটি টাকার লোভে আবারও গুটখার বিজ্ঞাপন! ভাইরাল হতেই অক্ষয় কুমারকে ধুয়ে দিল ক্ষুদ্ধ নেটিজেনরা

Updated on:

Akshay Kumar gets trolled for his new Pan Masala advertisement

কেরিয়ারের দিক থেকে অক্ষয় কুমারের (Akshay Kumar) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সদ্য রিলিজ করেছে অভিনেতার নতুন ছবি ‘মিশন রানীগঞ্জ’। কিন্তু সেই সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ফের নতুন বিপাকে পড়লেন বলি (Bollywood) অভিনেতা। গুটখার (Pan Masala) বিজ্ঞাপনে মুখ দেখিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি।

রবিবার বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের দিন টেলিভিশনে প্রথমবার অক্ষয়ের নতুন গুটখার বিজ্ঞাপন (Advertisement) সম্প্রচারিত হয়। ‘খিলাড়ি’ ছাড়াও সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছে শাহরুখ খান এবং অজয় দেবগণকে। কয়েক সেকেন্ডের জন্য মুখ দেখিয়েছেন ‘বিগ বস’ খ্যাত সৌন্দর্য শর্মা। আর সেই বিজ্ঞাপন দেখেই বেজায় চটে গিয়েছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা।

Akshay Kumar Pan Masala Advertisement

যদিও এই প্রথম নয়, এর আগেও গুটখার বিজ্ঞাপন করেছিলেন অক্ষয়। তা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল সেই সময়। অভিনেতাকে ‘গুটখা কুমার’ বলেও কটাক্ষ করেছিলেন অনেকে। নেটিজেনদের রোষের মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন অভিনেতা। তিনি বলেছিলেন, এরপর থেকে বুঝেশুনে বিজ্ঞাপনের জন্য সই করবেন।

আরও পড়ুনঃ TRP তুলতে কোমর দোলাচ্ছেন দাদা! ‘দাদাগিরি’তে সৌরভের নাচের ভিডিও দেখে প্রশংসা নেটিজেনদের

সেই ঘটনার রেশ কিছুটা কাটতেই ফের গুটখার নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছেন অক্ষয়। আর তা দেখেই শুরু হয়েছে ট্রোলিং। একজন যেমন লিখেছেন, ‘অক্ষয় কুমার পান মশলার বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছিল। এখন ফের সেই বিজ্ঞাপনই করছে। টাকা মানুষকে দিয়ে সব কিছুই করাতে পারে’।

আরও পড়ুনঃ ‘কে নন্দিনী চিনি না!’ স্মার্ট দিদির নাম শুনতেই চটে লাল বিক্রেতা, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

Akshay Kumar Pan Masala Advertisement

দ্বিতীয়জন আবার অক্ষয়ের ব্যাক টু ব্যাক ফ্লপ নিয়ে খোঁচা দেন। সংশ্লিষ্ট নেটাগরিক কমেন্ট করেছেন, ‘মনে হচ্ছে সিনেমা চলছে না বলে ফের পান মশলার বিজ্ঞাপন করছেন’। অক্ষয়ের ওপর নেটিজেনরা ঠিক কতখানি ক্ষেপে আছেন তা সোশ্যাল মিডিয়া খুললেই বেশ বোঝা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@srkking555)

সংবাদমাধ্যমের পাতাতেও অক্ষয়ের এই বিজ্ঞাপন নিয়ে জোর চর্চা হচ্ছে। শেষমেষ বাধ্য হয়ে সম্প্রতি অভিনেতা জানান, এই গুটখার এই বিজ্ঞাপনটি ২০২১ সালের অক্টোবর মাসে শ্যুট করা হয়েছিল। জনসমক্ষে গুটখার বিজ্ঞাপন না করার সিদ্ধান্ত নেওয়ার পর সংশ্লিষ্ট ব্র্যান্ডের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করে দিয়েছেন বলে জানান অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥