দেখতে দেখতে বেশ কয়েক সপ্তাহ হয়ে ফেল ‘দাদাগিরি’ সিজন ১০’এর (Dadagiri) পথচলা শুরু হয়েছে। প্রত্যেকবারের মতো এবারও সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় তারকা সৌরভের শোয়ে খেলে গিয়েছেন। দেব, ইমন চক্রবর্তী থেকে শুরু করে পল্লবী শর্মা, শ্রুতি দাস- চলতি সিজনে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে অনেক সেলেবকেই।
এই সপ্তাহান্তে যেমন ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হবেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীরা। সৌরভের শোয়ে খেলতে আসবেন ইধিকা পাল (Idhika Paul), স্বস্তিকা দত্ত, উষসী রায়, দেবচন্দ্রিমা সিংহ রায়, সুদীপ্তা বক্সী, সন্দীপ্তা সেনের মতো অভিনেত্রীরা। সেই পর্বেই ‘প্রিয়তমা’ অভিনেত্রী ইধিকার সঙ্গে বাঙাল ভাষায় কথা বলতে দেখা যাবে সৌরভকে।
জি বাংলার তরফ থেকে শেয়ার করা প্রোমোয় দেখা গিয়েছে, ইধিকা সৌরভকে বলছেন, ‘আমি বাংলাদেশ গিয়েছি, তুমিও গিয়েছো’। একথা শুনে বাঙাল ভাষায় মহারাজ বলেন, ‘বাংলাদেশ গেসি, যত্ন পাইসি’। সৌরভকে বাঙাল ভাষায় কথা বলতে দেখে এরপর ইধিকাও একই ভাষায় জিজ্ঞেস করেন, ‘আপনি ইলিশ মাছ খাইসেন?’
কিঞ্চিৎ হেসে সৌরভ বলেন, ‘কাঁটা বাছতে হয় বলে আমি বেশি খাইতে পারি না’। দাদার জবাব শুনে শাকিব খানের নায়িকা বলেন, ‘আমি তো বারো খান ইলিশ খাইসি…’। অভিনেত্রীর উত্তর শুনে রীতিমতো অবাক হয়ে যান সৌরভ। এরপর মজা করে তিনি বলেন, ‘তোমার নাম তো এবার ইধিকা থেকে ইলিশ হয়ে যাবে দেখছি’।
প্রসঙ্গত আজ থেকে প্রায় ১৪ বছর আগে ২০০৯ সাল নাগাদ জি বাংলার পর্দায় পথচলা শুরু হয়েছিল ‘দাদাগিরি’র। সেই সঙ্গেই টেলিভিশনের পর্দায় হাতেখড়ি হয়েছিল সৌরভের। ‘দাদাগিরি’ সিজন ৩ বাদে প্রত্যেকটি সিজন সঞ্চালনা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
শুধুমাত্র সেই সিজন সঞ্চালনার দায়িত্ব ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর ওপর। তবে সেই বার ‘দাদাগিরি’র কিছুটা কম জনপ্রিয় হয়। ব্যাট হোক টেলিভিশনের পর্দা- ‘দাদাগিরি’ করতে বাঙালি যে শুধুমাত্র সৌরভ গাঙ্গুলীকেই দেখতে চায় তা পরিষ্কার হয়ে গিয়েছিল সেই বছর।