• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভেজা শরীরে বাথটবে শুয়ে ‘পর্ণা’! লুক দেখে ‘জ্ঞান হারাবে বাবুউউর মা’, ছবি ভাইরাল হতেই বলছে নেটপাড়া

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত জনপ্রিয়তম ধারাবাহিকগুলির মধ্যে একটি হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। একান্নবর্তী পরিবারের কাহিনী নিয়ে শুরু হওয়া এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das) এবং পল্লবী শর্মা (Pallavi Sharma)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁদের পরিচিতি অবশ্য সৃজন-পর্ণা নামেই বেশি। সম্প্রতি পর্ণার বোল্ড লুকে ঝড় তুলেছে নেটপাড়ায়।

‘নিম ফুলের মধু’তে সব সময় শাড়ি পরেই দেখা যায় পল্লবীকে। সিরিয়ালে পর্ণাকে একেবারেই বোল্ড লুকে দেখা যায় না। সেই জন্য পল্লবীর নাম শুনলে তাঁর শাড়ি পরা লুকের কথাই প্রথম মাথায় আসে সকলের। তবে পর্দার পিছনেও অভিনেতা-অভিনেত্রীদের একটা জীবন থাকে। রিয়েল লাইফে শাড়ির পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকেও স্বচ্ছন্দ ‘নিম ফুলের মধু’ নায়িকা। সম্প্রতি এমনই একটি পোশাক পরে বোল্ড লুকে (Bold Look) হাজির হন তিনি।

   

Neem Phooler madhu serial Parna offer's new job to Srijan

পল্লবীর ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে উঁকি দিলে তাঁর বেশ কিছু বোল্ড লুকের ছবি দেখতে পাওয়া যায়। সোমবার বাথটবে শুয়ে এমনই একটি ছবি শেয়ার করেন এই টেলি নায়িকা। আর তা দেখেই অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা।

আরও পড়ুনঃ বিধবা বলে মাকে বরণ নয়, প্রথা ভেঙে পরাগ-পলাশকে বধের হুমকি শিমুলের! ফাঁস আজকের তুলকালাম পর্ব

Neem Phooler Madhu Parna actress Pallavi Sharma

আরও পড়ুনঃ মিশকার কেচ্ছায় বিপদে তিস্তা, শয়তানদের থাবড়ে উচিত শিক্ষা দীপার! ফাঁস আজকের সুপার ধামাকা পর্ব

পল্লবীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দুধে ভর্তি বাথটবে শুয়ে আছেন তিনি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাপের পাঁপড়ি। অভিনেত্রীর পরনে রয়েছে সরু ফিতে দেওয়া নীল রঙের একটি পোশাক। শাড়ি ছেড়ে পর্ণাকে এমন বোল্ড লুকে দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। পাশাপাশি অভিনেত্রীর এই ছবি দেখে প্রশংসাও করেছেন বহু সোশ্যাল মিডিয়া ইউজার।

 

View this post on Instagram

 

A post shared by Pallavi Sharma (@pallavi_ps_official)


অপরদিকে ‘নিম ফুলের মধু’ বর্তমান ট্র্যাকের নিরিখে বলা হলে, বিচ্ছেদ ভুলে এই মুহূর্তে চয়নের জন্য ফের হাত মিলিয়েছে সৃজন-পর্ণা। দেওরের দোষীদের শাস্তি দিতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে বাবুউউর বউ। ডিভোর্সের কথা ভুলে স্ত্রীয়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে সৃজনও। চয়নকে বাঁচাতে গিয়ে সৃজন-পর্ণার মধ্যেকার দূরত্ব কম হয় কিনা সেটাই এবার দেখার।