• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিবাহিত হয়েও অন্য পুরুষের প্রেমে হাবুডুবু! তৃণার ‘কীর্তি’ জানতে পেরে কেঁদেই ফেললেন স্বামী নীল

Published on:

Neel Bhattacharya,Trina Saha,Bengali serial couple,Couple,IND vs SA,Eden Gardens,Virat Kohli,নীল ভট্টাচার্য,তৃণা সাহা,বাংলা সিরিয়ালের জুটি,জুটি,ভারত বনাম দক্ষিণ আফ্রিকা,বিরাট কোহলি,ইডেন গার্ডেন্স,Neel Bhattacharya Trina Saha,Entertainment,Entertainment news,Bangla khobor,নীল ভট্টাচার্য তৃণা সাহা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

বাংলা টেলি দুনিয়ার ‘পাওয়ার কাপল’ বলা হয় নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহাকে (Trina Saha)। বহুদিনের প্রেম তাঁদের। বছর দুয়েক আগে রাজকীয়ভাবে গাঁটছড়া বাঁধেন দু’জনে। এরপর থেকে সুখে সংসার করছেন তাঁরা। তবে এবার ‘তৃণীল’র সংসারেই ভাঙনের ছায়া! কারণ স্বামীকে ছেড়ে অন্য পুরুষে মজেছে অভিনেত্রীর মন!

কয়েকমাস আগেই শোনা গিয়েছিল, বিয়ের দু’বছরের মাথায় ডিভোর্সের পথে হাঁটছেন নীল এবং তৃণা। সেই খবর সামনে আসার পর রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন ‘তৃণীল’ অনুরাগীরা। পরে অবশ্য সেই খবর ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন দু’জনে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অন্য পুরুষে মজল তৃণার মন!

Trina Saha, Trina Saha fees

ঘটনাটি ঘটেছে গত রবিবার। স্বামী নীলের সঙ্গে ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ম্যাচ দেখতে গিয়েছিলেন তৃণা। সেখানে অবশ্য শুধু ম্যাচ দেখাই নয়, আইসিসির তরফ থেকে এই দুই টেলি তারকাকে ব্যাকস্টেজ অ্যাঙ্কারিংয়ের জন্যেও বলা হয়। তখনই স্বামীর নাম বলতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেন ‘খড়কুটো’ অভিনেত্রী।

আরও পড়ুনঃ অসুস্থ স্বামীকে ফেলে ইডেনে খেলা দেখতে হাজির সুদীপা! ছবি ভাইরাল হতেই ধুয়ে দিল নেটিজেনরা

Neel Bhattacharya and Trina Saha, Neel Bhattacharya and Trina Saha divorce

আরও পড়ুনঃ বিধবা বলে মাকে বরণ নয়, প্রথা ভেঙে পরাগ-পলাশকে বধের হুমকি শিমুলের! ফাঁস আজকের তুলকালাম পর্ব

ব্যাকস্টেজ অ্যাঙ্কারিংয়ের সময় তৃণাকে পছন্দের ক্রিকেটার, ফিল্ডার, বোলারের নাম জিজ্ঞেস করেন নীল। সব প্রশ্নের জবাবেই একজন ক্রিকেটারের নাম নেন অভিনেত্রী। আর তিনি হলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই অবস্থা দেখে নীল তৃণাকে জিজ্ঞেস করেন, ‘তোমার স্বামীর নাম কী?’


সেই প্রশ্নের উত্তরেও নীলের নাম না না নিয়ে আবেগের বশে বিরাটের নাম নিয়ে ফেলেন তৃণা। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পারেন অভিনেত্রী। কিন্তু তাতে আর কী! অভিনেতার তখন এই কাঁদে সেই কাঁদে অবস্থা! তবে পুরো ঘটনাটাই যে মজার ছলে হয়েছে তা আর আলাদা করে বলে দিতে হয় না। নীল-তৃণার এই মজার কাণ্ডকারখানা দেখে নেটিজেনরাও নিজেদের হাসি চাপতে পারেনি। আবেগের বশে তৃণার এই ‘বিরাট’ ভুল দেখে বেশ মজাই পেয়েছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥