• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অর্ধেক তো ডাবিং করেই চলে’ রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গায়ক সোনু নিগম

ইন্ডিয়ান আইডল বিতর্ক যেন থামবার নামই নেই! কিশোর  কুমারের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোর কুমার পুত্র অমিত কুমার। শো থেকে বেরিয়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে প্রতিযোগীদের পারফর্মেন্স একেবারেই ভালো লাগেনি তাঁর।কর্তৃপক্ষের কথা মত সকলের প্রশংসা করে গেছেন শুধু তিনি।

অমিত কুমারের এই বক্তব্যের পরেই শুরু হয়েছিল বিতর্কের। যা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে। এবার সেই চর্চায় নতুন করে যোগ হল সোনু নিগমের নাম। সম্প্রতি সোনু নিগমের (Sonu Nigam) একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি আসলে একটি সাক্ষাৎকারের ভিডিও যেখানে সোনু নিগম কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে রিয়্যালিটি শো এর বেশিরভাগই পুরোনো গান ডাবিং করেই চলে যায়।

   

Indian Idol,Kumar Shanu,Amit Kumar,Sonu Nigam,Kishore Kumar,ইন্ডিয়ান আইডল,সোনু নিগম

সোনু বলেছেন, ‘অনেক রিয়্যালিটি শো রয়েছে যেখানে গান ডাবিং করেই চালানো হয়। যার প্রধান কারণ হল প্রতিযোগীদের কোনো খারাপ গান বা পারফর্মেন্স দর্শকদের সামনে আসুক সেটা চাননা কেউই’। তাছাড়া মিউজিক প্রযোজনা কোম্পানির চায় তাদের গান প্রমোট করা হোক তাই তাদের পছন্দ মত গান প্রমোট করা হয়। যদিও সোনু নিগমের এই  বক্তব্য পুরোনো, তবে বর্তমানে ইন্ডিয়ান আইডল প্রসঙ্গের সাথে সোনুর এই কথার মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

Kumar Shanu Aditya Narayan

প্রসঙ্গত, ইতিমধ্যেই ইন্ডিয়ান আইডল প্রসঙ্গে অমিত কুমারের সাথে বিচারক কুমার শানু, অনুষ্ঠানের সঞ্চালক আদিত্য নারায়ণ ও বিখ্যাত গায়ক তথা আদিত্যের বাবা উদিত নারায়ণের নাম জড়িয়েছে। প্রত্যেকেই নিজেদের মতামত জানিয়েছেন এই বিষয়ে। আদিত্যের মতে অমিত কুমারের শো পছন্দ না হলে সরাসরি বলতে পারতেন।

Indian Idol,Kumar Shanu,Amit Kumar,Sonu Nigam,Kishore Kumar,ইন্ডিয়ান আইডল,সোনু নিগম

এরপর কুমার শানুকে আদিত্য জিজ্ঞাসা করেন যে তিনি সত্যিই প্রতিযোগীদের পারফর্মেন্স পছন্দ করছেন নাকি ভালো লাগার অভিনয় করছেন। যার উত্তরে তিনি বলেন যে সত্যি ভালো লেগেছে তার। এর পর উদিত নারায়ণ বলেন, অমিত কুমারের ভালো না লাগলে এভাবে বলা উচিত নয় তাতে প্রতিযোগীদের মনে আঘাত লাগতে পারে। আজ যারা প্রতিযোগী হিসাবে রয়েছে তারা ভালো বলেই এই জায়গায় আছেন।