• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এক্কা দোক্কা’র পর আবারও ফিরছেন পর্দায়! কবে আসছে নতুন সিরিয়াল? সুখবর দিলেন সোনামণি

বাঙালী দর্শকদের বিনোদন মানেই প্রতিদিন টেলিভিশনের পর্দায় হওয়া মেগা সিরিয়াল (Bengali Mega Serial)। সময়ের সাথে কত ধারাবাহিক আসে যায়, তবে কিছু গল্প ও তাঁর নায়ক-নায়িকারা মনে গেঁথে যায়। এমনই একজন পপুলার অভিনেত্রী হলেন সোনামণি সাহা (Sonamoni Saha)

ষ্টার জলসার সুপারহিট মেগা ‘দেবী চৌধুরানী’ দিয়ে পথ চলা শুরু করেহসালেন সোনামণি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের অবলম্বনে তৈরী এই সিরিয়ালে ‘প্রফুল্ল’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন অভিনেত্রী। যে কারণে আজও অনেকেই তাকে দেবী চৌধুরাণী হিসাবে চেনেন। এই সিরিয়াল এতটাই জনপ্রিয়তা পায় যে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।

   

Ekka Dokka Radhika AKA Sonamoni Saha opens up about her retirement plans

দেবী চৌধুরানী শেষ হওয়ার পর ষ্টার জলসার পর্দাতেই লীনা গাঙ্গুলীর লেখা ‘মোহর’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। এই মেগার জেরে বাংলার ঘরে ঘটে দর্শকদের প্রিয় হয়ে ওঠেন সোনামণি। গল্পে মোহর চরিত্রেই দেখা গিয়েছিল তাকে। বিপরীতে শঙ্খ স্যারের চরিত্রে ছিলেন প্রতীক সেন। নেটপাড়ায় প্রতীক-সোনামণি জুটি হরদম ট্রেন্ডিংয়েই থাকত সেই সময়।

আরও পড়ুনঃ অর্জুনের সাথে বিয়ে করুক মা, এটাই শেষ ইচ্ছা! হাসপাতালে রুপার মুখ চেয়ে কি করবে দীপা?

মোহর শেষ হওয়ার পরেই আবারও ষ্টার জলসার পর্দায় কামব্যাক করেন সোনামণি। সপ্তর্ষি মৌলিকের সাথে জুটি বেঁধে ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে দকেহা যায় অভিনেত্রীকে। কিন্তু ‘সোনাতিক’ জুটির জনপ্রিয়তার কারণে শেষমেশ সিরিয়ালে প্রতীক সেনের এন্ট্রি হয় ও তাদের মিলন দেখিয়েই শেষ হয় ধারাবাহিকটি।

Ekka Dokka actress Sonamoni Saha will comeback soon in a new serial

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে শেষ হয় ‘এক্কা দোক্কা’। এরপর থেকে দর্শক তথা অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন কবে আবারও নতুন রূপে প্রিয় নায়িকাকে দেখবেন টিভির পর্দায়। সম্প্রতি এই পপ্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন সোনামণি।

আরও পড়ুনঃ সামান্যতম সৌজন্যবোধ নেই, নতুন প্রজন্মের তারকাদের ব্যবহার নিয়ে বিস্ফোরক শঙ্কর চক্রবর্তী

টিভি নাইন বগলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিগত ৬ মাস দিব্যি বই পরে. ছবি এঁকে কাটাচ্ছেন তিনি। নতুন সিরিয়ালের কথাবার্তা চলছে পুরোদমে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলা যেতেই পারে খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরছি।