• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অর্জুনের সাথে বিয়ে করুক মা, এটাই শেষ ইচ্ছা! হাসপাতালে রুপার মুখ চেয়ে কি করবে দীপা?

Published on:

Anurager Chhowa Deepa asks Arjun to Marry Deepa while in Hospital

ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দুবছরেরও বেশি সময় ধরে দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে ধারাবাহিকটি। তবে বর্তমানে সব দিক থেকেই ঘেঁটে গিয়েছে কাহিনী, একদিকে সূর্য সবাইকে ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে ছোট্ট সোনা-রুপা (Sona-Rupa) চায় দীপা (Deepa) অর্জুনকে বিয়ে করুক।

যারা নিয়মিত দর্শক তারা জানেন, সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে তবলা। বেরোনোর পথেই দেখা হয় মিশকার সাথে, এখনও জেল থেকে পালানোর প্ল্যানিং করে যাচ্ছে সে। এরপর সোনা-রুপার জন্য জামা কিনে বাড়ি ফেরে তবলা। তাকে দেখে খুব খুশি হয় দুজনেই। কিন্তু লাফালাফি করার সময়েই হটাৎ মাটিতে লুটিয়ে পরে রুপা।

Rupa again hospitalised

তৎক্ষনাৎ রুপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে কেউ গুরুত্ব না দিলে তবলা ধমকানি দিতে শুরু করলে ভর্তি নেওয়া হয়। এরপর বাবার নাম জানতে চাওয়া হলে দীপা সোজা জানিয়ে দেয় সেই বাবা-মা সব, তাই বাবার নাম লিখতে হবে না। ডাক্তারবাবুরা রুপাকে দেখে জানান যে তার ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে এমনটা হয়েছে।

আরও পড়ুনঃ সামান্যতম সৌজন্যবোধ নেই, নতুন প্রজন্মের তারকাদের ব্যবহার নিয়ে বিস্ফোরক শঙ্কর চক্রবর্তী

হাসপাতালে রুপা অর্জুনের খোঁজ করতে থাকে। কারণ এমন সময় বাবা সূর্যকে চাইলেও পায়নি সোনা-রুপা কেউই। তাই তাদের ইচ্ছে অর্জুনকেই ড্যাডি হিসাবে দেখবে। সেইমত হাসপাতালের বিছানা থেকেই নিজের ইচ্ছে কথা জানায় রুপা। প্রথমেই সে অর্জুনকে প্রমিস করতে বলে যে সে সোনা-রুপাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু দ্বিতীয় প্রমিসের কথা শুনেই চমকে ওঠে সকলে।

Rupa asks promise from arjun

আরও পড়ুনঃ দর্শকদের জন্য দারুন সুখবর! আবারও পর্দায় ফিরছেন প্রতীক-সোনামণি, ফাঁস হল ভিডিও

রুপা জানায়, অর্জুন যেন দীপাকে বিয়ে করে। ছোট্ট মেয়ের মুখে এমন কথা শুনে সকলেই বেশ চমকে যায়। তবে একথা বহুদিন ধরেই বলে আসছে সোনা-রুপা। কিন্তু দীপা এই প্রস্তাবে মোটেই রাজি নয়। অন্যদিকে সূর্য আবারো অর্জুনের সাথে দীপার সম্পর্ক নিয়ে ভুল বুঝছে। কতদিনে আবারও তার ভুল ভাঙে এখন সেটাই দেখার অপেক্ষা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥