Phulki Janmastami Special Episode : সিরিয়াল মানেই বাস্তবের আয়না তাই বাস্তবের সাথে মিল রেখেই আপন ছন্দে এগিয়ে চলে যে কোনো সিরিয়ালের গল্প। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হয়ে উঠেছে ‘ফুলকি’ (Phulki)। দর্শকদের মন জয় করতে ধারাবাহিকে প্রতিনিয়ত নিত্য নতুন চমক নিয়ে আসছেন নির্মাতারা। বাস্তবের সাথে মিল রাখতেই আর টিআরপি তালিকায় তাকে লাগাতেই বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানের ওপরেও জোর দেওয়া হয় এই ধারাবাহিক গুলিতে।
ব্যতিক্রম নয় ফুলকি সিরিয়ালটিও। তাই ইতিপূর্বে যেমন ধারাবাহিকে ধুমধাম করে রথযাত্রা পালন করতে দেখা গিয়েছে। তেমনি ভোলানাথের মাথায় জল ঢালতেও দেখা গিয়েছে এই সিরিয়ালে।বোঝাই যাচ্ছে অন্যান্য সিরিয়ালগুলোর মতো এই সিরিয়ালেও ঠাকুর দেবতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তাই এবার পালা জন্মাষ্টমীর। আজকের দিনে গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন।
এবার বাস্তবের সেই সেই উৎসবের ছোঁয়া লাগতে চলেছে ফুলকি সিরিয়ালে সদস্যদের মধ্যেও। প্রসঙ্গত এই জন্মাষ্টমী উপলক্ষেই আগামীকাল ফুলকিতে দেখানো হবে মহামিলন পর্ব। আসলে এই বিশেষ দিনে ফুলকির শ্বশুড় বাড়িতে আসবে দত্ত বাড়ির জিনিয়াস বৌমা পর্ণা। গত পর্বেই দেখা গিয়েছে ফুলকির জ্যাঠামশাই অর্থাৎ মাস্টারমশাই পর্ণার কলেজের গেস্ট লেকচারার ছিলেন।
আরও পড়ুনঃ কাঞ্চনের থেকে কী শেখে কে জানে! শিক্ষক দিবসে বিশেষ বার্তা দিয়ে নেটপাড়ায় ট্রোলড শ্রীময়ী
তিনিই তাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছেন পর্ণাকে। আগামী পর্বে তাই ফুলকি শ্বশুরবাড়িতেই দল বেঁধে জন্মাষ্টমী পালন করবে পর্ণা ফুলকি। শুধু তাই নয় প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে এই দিন ফুলকির সাথে হাত মিলিয়েই চুরি যাওয়া গোপালমূর্তি উদ্ধার করবে পর্ণা। সেই আগাম পর্বের ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
View this post on Instagram
সেখানে লেখা আছে ফুলকির গোমরা মুখো রোহিত স্যার বাঁশি হাতে কলির কেষ্ট সেজে বাঁশি বাজাচ্ছেন। ধারাবাহিকে এই রোহিতের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু (Rohit Bose)। আধুনিককালের কৃষ্ণ সেজে রোহিতের এই বাঁশি বাজানোর ভিডিও দেখে দারুণ খুশি হয়েছেন তার অনুরাগীরা।
অবশ্য সেই সাথে জুটেছে কটাক্ষও। পুরোনো মিঠাই সিরিয়ালের ভক্ত এমনই একজন দর্শক কটাক্ষ করে লিখেছেন ‘দেখার কোন ইচ্ছে নেই।মিঠাই এর মতো নির্ভেজাল, পরিচ্ছন্ন গল্প নিয়ে নতুন সিরিয়াল করুন দয়া করে।’