• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইডির তাড়া খেয়েও বেপরোয়া! পুজোর আগেই নাক-ঠোঁটের সার্জারি করতে ব্যস্ত টলি অভিনেত্রীরা

Published on:

Tollywood Actresses are getting interested in these cosmetic surgery

বয়স বাড়ার সাথে সাথেই যেন আরও বেশি সুন্দরী হয়ে ওঠেন অভিনেত্রীরা। তাই বয়সকে থামিয়ে দিয়ে যৌবন ধরে রাখতে হামেশাই চুরি কাঁচি চালিয়ে থাকেন হলিউড কিংবা বলিউডের নামী অভিনেত্রীরা। ঠোঁটে ফিলার হোক কিংবা গালের চোয়াল আকর্ষণীয় করে তোলার জন্য অস্ত্রোপচার (Beauty Surgery) সবটাই এখন তাঁদের কাছে একপ্রকার  জল ভাতে পরিণত হয়েছে।কিন্তু এই অস্ত্রোপচারের বিষয়টা নিয়ে তারা যতটা স্পষ্টবাদী হয়ে থাকেন  টলিউডের অভিনেত্রীরা কিন্তু এ বিষয়ে ঠিক ততটাই মুখচোরা।

সুন্দরী হয়ে উঠতে বলিউড কিংবা হলিউড অভিনেত্রীদের মতো অস্ত্রোপচারের এই ট্রেন্ডে গা ভাসালেও টলিউড অভিনেত্রীরা কিন্তু বিষয়টা এখনও সকলের সামনে নির্দ্বিধায় স্বীকার করতে পারেন না। টলি সুন্দরী নুসরাত জাহান (Nusrat Jahan) হোক কিংবা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অথবা শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এঁরা কখনও ঠোঁটে ফিলার আবার কখনও গালের চোয়ালকে আরো আকর্ষণীয় করে তুলতে শহরের বিভিন্ন নামী  ক্লিনিকে হাজির হচ্ছেন মাঝেমধ্যেই। কিন্তু এ বিষয়ে জানতে চাওয়া হলেই তাঁরা একেবারে ‘স্পিকটি নট’।

কসমেটিক সার্জারি,Cosmetic Surgery,টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,নুসরাত জাহান,Nusrat Jahan,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty

সামনেই আসছে দুর্গাপুজো। এরই মধ্যে ইডির অফিসে তলবের বিতর্কের মধ্যেই রূপচর্চা করতে শহরের একটি নামী ক্লিনিকে দৌড়েছিলেন টলিকুইন নুসরাত জাহান। অভিনেত্রীর ইনস্টা স্টোরিতেই ধরা পড়েছে সেই ছবি। তবে শুধু নুসরত নন এই তালিকায় রয়েছেন টলিউডের মিমি চক্রবর্তী থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলীও। যদিও কিছুদিন আগেই বোটক্স নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

আরও পড়ুনঃ সৌরভ পর্দায় ফিরতেই সব ওলটপালট! ‘দাদাগিরি’র টাইম স্লট প্রকাশ্যে আসতেই চরম চাপে দীপা

তবে টলিপাড়ার অন্দরের খবর শহরে দুটো এমন দুটো নামি ক্লিনিক রয়েছে যেখানে সিনেমা এবং সিরিয়ালের জগতের নায়িকারা রূপচর্চার জন্য হাজির হয়ে থাকেন মাঝেমধ্যেই। তাই একথা মুখে স্বীকার  না করলেও বছর দশেক আগে অভিনেত্রীদের আগের  ছবি আর এখনকার ছবি দেখলেই পার্থক্যটা চোখে ধরা পড়ে সহজেই। তবে অভিনেত্রীদের মধ্যে বর্তমানে কোন ধরনের কসমেটিক সার্জারির প্রবণতা বেশি দেখা যায় সম্প্রতি তারই খোঁজ নিয়েছিল আনন্দবাজার অনলাইন।

আরও পড়ুনঃ নীল-ময়ূরীর মুখে ঝামা, এবার বিয়ের পিঁড়িতে মেঘ! ‘ইচ্ছে পুতুল’র ভিডিও দেখে তোলপাড় নেটপাড়া

Subhashree Ganguly, Subhashree Ganguly educational qualification

তার জন্য বেশ কয়েকজন রূপটান শিল্পী এবং কেশসজ্জা শিল্পীদের সাথে যোগাযোগ করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সেই সমস্ত পেশাদার শিল্পীরা বলেছেন ইন্ডাস্ট্রিতে ভ্রু নিয়েই অধিকাংশ নায়িকারা চিন্তিত থাকেন। তাই নিখুঁত এবং আকর্ষণীয় ভ্রু পেতেই অনেকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকে।

Mimi Chakraborty, Mimi Chakraborty nickname

আবার একজন কেশসজ্জা  শিল্পী জানিয়েছেন ত্বক  টানটান করার প্রবণতাও দেখা যায় অভিনেত্রীদের মধ্যে। তাই ঠোঁটে ফিলার, কিংবা  নাক নিয়ে পরীক্ষা করা এখন খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।  এছাড়াও ত্বক উজ্জ্বল করার জন্য আলাদা ট্রিটমেন্ট করেন অনেকেই। তবে রূপচর্চা করার জন্য কোন ট্রিটমেন্টে কত খরচ হয় সে কথা খোলসা করতে নারাজ বিভিন্ন ক্লিনিক গুলি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥